নিজস্ব প্রতিনিধি,মেদিনীপুর:
আবার জেলার জয়জয়কার।প্রথম দশে ষষ্ঠ হয়ে জেলার মান উজ্জ্বল করল পশ্চিম মেদিনীপুরের কৌস্তুভ সাহু।কৌস্তভ ভবিষ্যতে হতে চায় ইঞ্জিনিয়ার।ঐদিন অভাবনীয় সাফল্যে মিষ্টিমুখের পাশাপাশি উচ্ছ্বাসিত কৌস্তভের পরিবার।
প্রায় আড়াই মাস পর বেরোলো রাজ্যের মাধ্যমিক পরীক্ষার ফলাফল আর তাতেই জয়জয়কার জেলা সহ কলকাতার।মূলত ২০২৪ এর মাধ্যমিক পরীক্ষা ফেব্রুয়ারিতে শুরু হয়েছিল।সেই পরীক্ষার ফলাফল বেরোলো ৮০ দিনের মাথায় মে মাসে।এবারে মোট পরীক্ষার্থী ছিল প্রায় ৯ লাখ।পাশের সংখ্যা ৭ লক্ষ ৬৫ হাজার ২৫২ জন।এবারে মাধ্যমিক পরীক্ষায় ষষ্ঠ হয়ে জেলার মান উজ্জ্বল করল কলিজিয়েট বয়েজ স্কুলের ছাত্র কৌস্তভ সাহু।তার নম্বর ৯৮.২৯ পার্সেন্ট।জেলার প্রথম দশের মধ্যে ষষ্ঠ হয়েছে কৌস্তুভ সাহু।এই কৌস্তভ সাহুর বাড়ি মেদিনীপুর শহরের রামকৃষ্ণ নগরে।কৌস্তভের প্রাপ্ত নাম্বার ৬৮৮।কৌস্তভের মা মৌসুমী মন্ডল সাহু ও বাবা সূর্যেন্দু বিকাশ সাহু দুজনেই শিক্ষক।যদিও পশ্চিম মেদিনীপুরে এবারে প্রথম বা দ্বিতীয় রাঙ্ক কেউই করেনি,তবে প্রথম দশে রয়েছে জেলার কৃতিরা।উল্লেখ্য পশ্চিম মেদিনীপুরের মেদিনীপুর থেকে এবারে মাধ্যমিক সফল পরীক্ষার্থীদের মধ্যে মধ্যে প্রথম দশে রয়েছে জেলায় চার জন।যার মধ্যে রয়েছে কলিজিয়েট স্কুলের দুজন,মিশন গার্লস স্কুলের একজন এবং রামকৃষ্ণ মিশন বয়েজের একজন ছাত্র।
এদিন কৌস্তভ এক সাক্ষাৎকারে জানায় খুব একটা পড়াশোনা করতে এমন নয়।তবে রাঙ্ক করবে এমন আশা সে করেনি।পড়াশোনার পাশাপাশি IPL খেলায় রয়েল চ্যালেঞ্জার্সে প্রতি তার আকৃষ্ট রয়েছে।ভবিষ্যতে JEE মেন এর প্রস্তুতি এবং ইঞ্জিনিয়ারিং এর জন্য পড়াশোনা চালিয়ে যাব।
তবে দিন কৌস্তুভের বাবা সূর্যেন্দু বিকাশ সাহু বলেন,”ছেলে পরীক্ষা দিয়েই বাড়িতে এসে উৎসাহ প্রকাশ করে।সে জানিয়েছিল এবারে ভালো কিছু একটা হবে। তবে প্রথম ১০ এ হবে সেটা অবশ্য ভাবিনি।ছেলের এই সাফল্যে আমরা খুশি।ছেলে যেমন ভাবে ভবিষ্যতে উন্নতি করতে চায় সেভাবে আমরা সাহায্য করবো।