Medinipur Poursava : তাহলে কি অনাস্থা! অবস্থানে সাড়া না মেলায় SDO র দ্বারস্থ TMC 10 কাউন্সিলার

Share

নিজস্ব প্রতিনিধি,মেদিনীপুর:

সুব্রত বক্সির ডাকে যাননি, অবস্থানেও সাড়া মেলেনি, অবশেষে মহকুমা শাসকের দ্বারস্থ শাসকদলের ১০ কাউন্সিলর, দাবি চেয়ারম্যান অপসারণের। তাহলে কি মেদিনীপুর পৌরসভার অনাস্থা আনতে চলেছে শাসকদল খোদ শাসক দলের চেয়ারম্যান এর বিরুদ্ধে,এরকমই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে শহর ও জেলায়।

বিমাতৃক আচরণের প্রতিবাদে খোদ সরব হয়েছিল শাসক দল চেয়ারম্যানের বিরুদ্ধে শাসক দলের কাউন্সিলররা কিন্তু তাতেও টনক নড়েনি। ভালো আচরণ পাওয়া যায়নি চেয়ারম্যান সৌমেন খানের পক্ষ থেকে। তাই এবার মহকুমা শাসকের সঙ্গে এক প্রস্থ দেখা করলেন ক্ষুব্ধ দশ তৃণমূল কাউন্সিলর।প্রসঙ্গত মেদিনীপুর পৌরসভার ২৫টি ওয়ার্ডের মধ্যে কুড়িটি ওয়ার্ড তৃণমূলের দখলে। বাকি ৫ টি ওয়ার্ডের মধ্যে তিনটে বামেরা,একটি কংগ্রেস ও একটি নির্দলের।এই কুড়িটি ওয়ার্ডের মধ্যে বর্তমান পরিস্থিতি অনুযায়ী দশটি তৃণমূল কাউন্সিলর তৃণমূলের একপক্ষ জুন মালিয়া এবং সৌমেন খানের পক্ষ নিয়েছে আরেকটি গ্রুপে জেলা সভাপতি সুজয় হাজরার নেতৃত্বে ১০ কাউন্সিলর আলাদা পক্ষ নিয়েছে।আর এই মেদিনীপুর পৌরসভার চেয়ারম্যান সৌমেন খানের বিরুদ্ধেই এক ও একাধিক অভিযোগ নিয়ে অবস্থানে বসেছিলেন তৃণমূলের দশ কাউন্সিলর।তাদের অভিযোগ ছিল চেয়ারম্যান ফান্ডের টাকা দেন না,বিমাতৃসুলভ আচরণ করেন,কোন প্রকল্প বা কোন বৈঠকে তাদের ডাকেন না,বিভিন্ন প্রকল্পের টাকা এলে নিজের মদতপুষ্ট কিছু কাউন্সিলরকে দিয়েই কাজ সেরে ফেলেন।

আর তাই এই চেয়ারম্যানের অপসারণ চাই এই দাবিতেই তারা অনড় ছিলেন। মেদিনীপুর পৌরসভার এই অবস্থান নিয়ে অবশেষে গতকাল সুব্রত বক্সি কলকাতায় ডেকে পাঠিয়েছিলেন জেলা সভাপতির গ্রুপ থেকে জেলা সভাপতি এবং শহর সভাপতি তথা কাউন্সিলর বিশ্বনাথ পাণ্ডব কে। কিন্তু গত কাল একটু দুর্ঘটনার দরুন ডাকে যায়নি তৃণমূল কংগ্রেসের শহর-সভাপতি তথা কাউন্সিলর বিশ্বনাথ পাণ্ডব।এদিকে এদিন তারা মেদিনীপুর সদর মহকুমা শাসকের কাছে উপস্থিত হন ১০ জনকে নিয়ে। তাদের বিভিন্ন অভাব অভিযোগ নিয়ে যদিও সাংবাদিকদের কাছে তারা স্পষ্ট করেননি। কি নিয়ে এসেছিলেন।অভিযোগ ই বা কি ! ফলে অনাস্থার জল্পনা দেখছে সবাই। কারণ এই চেয়ারম্যান অপসারণ নিয়েই এখন রাজ্য রাজনীতি উত্তাল এই জেলায়।

এইদিন সাংবাদিকদের কাউন্সিলর তথা শহর-সভাপতি বিশ্বনাথ পাণ্ডব বলেন যেহেতু চেয়ারম্যানের বিরুদ্ধে আমাদের অভিযোগ।আর পৌরসভার একটা দায় দায়িত্ব বর্তায় মেদিনীপুর মহকুমা শাসকের উপর তাই মহকুমা শাসকের কাছে আমরা এসেছিলাম।তবে অনাস্থা নিয়ে যদিও তিনি মুখ খুলেননি।তবে বকলমে বুঝিয়ে দিলেন দলীয় চেয়ারম্যানের বিরুদ্ধেই তাদের তারা এই দেখা করার কারণ। গতকাল সুব্রত বক্সীর ডাকে কেন জানিয়ে সে বিষয়ে বিশ্বনাথ বাবুর বক্তব্য একজন পরিচিতি দুর্ঘটনায় আহত হয়ে যাওয়ায় তাকে নিয়েই চিকিৎসায় ব্যস্ত থাকায় তিনি যেতে পারেননি। তবে এই সমস্যার সমাধান নিয়েও কোনরকম মুখ খুলেননি এই শহর-সভাপতি।


Share

dnews.in