T20 Tournment:বজরং ক্লাবের টি-টোয়েন্টি ম্যাচে রুদ্ধশ্বাস লড়াই করে জয়ী বেঙ্গল স্পোর্টস এন্ড দেশবন্ধু নগর ক্রিয়েশন ক্লাব!গোটা মাঠ জুড়ে আতশবাজির রোশনাই

Share

নিজস্ব প্রতিনিধি,মেদিনীপুর:

বজরং ক্লাবের রজতজয়ন্তী বর্ষে সাত দিনব্যাপী ক্রিকেট টুর্নামেন্টে শেষ পর্যন্ত ৮ টি দলকে হারিয়ে জয়ী হল বেঙ্গল স্পোর্টস এন্ড দেশবন্ধু নগর রিক্রেশন ক্লাব।তারা তাদের বিপক্ষ দল চন্দন নগর বয়েজ sp ক্লাব কে ২২ রানে পরাজিত করে।এই টুর্নামেন্টে জিতে তিন লক্ষ টাকা অর্জন করে এই দল।

মূলত প্রতিবছরের মতন এ বছর ৯ টিম সেই সঙ্গে অনূর্ধ্ব ১৪ দের ৪ টি টিম নিয়ে ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করতে চলেছে মেদিনীপুরের বজরং ক্লাব।এই টুর্নামেন্ট এবারে সুধা তুলসিয়ান,বিন্দা দেবী এবং উত্তম গোপের স্মরণে হয়।এবছর এই ক্রিকেট টুর্নামেন্ট রজত জয়ন্তী বর্ষে পদার্পণ করে।সাত দিন ব্যাপী এই টুর্নামেন্টে রাজ্যের বিভিন্ন খ্যাতনামা ৯ টি দল অংশগ্রহণ করে।এর সঙ্গে অনূর্ধ্ব ১৪ হয়ে খেলে ৪ টি দল, ও মহিলাদের ৪ টি দল।এই খেলা অনুষ্ঠিত হয় মেদিনীপুর কলেজ কলিজিয়েট মাঠে।এই খেলা শুরু হয় বর্ণাঢ্য মোটরবাইক রালী সহযোগে।এরপর ছিল বৃক্ষরোপণ ও ব্লাড ডোনেশন ক্যাম্প।পরবর্তী দিনগুলোতে ছিল অনূর্ধ্ব ১৪ এর খেলোয়াড়দের নিয়ে ক্রিকেট খেলা।পাশাপাশি মহিলাদের নিয়েও ক্রিকেট টুর্নামেন্টের ব্যবস্থা।যদি শেষ দিনে প্রথম ব্যাট করতে নেমে বেঙ্গল স্পোর্টস এন্ড দেশবন্ধু নগর স্টেশন ক্লাব কুড়ি ওভারে ২৪৯ রান তোলে।এরপর ব্যাট করতে নেমে জোর লড়াই দিয়ে শেষ পর্যন্ত ২২ রানে পরাজিত হয় চন্দননগর বয়েজ এসপি ক্লাব।

এই দিন টুর্নামেন্ট শেষে তারা জিতে যায় তিন লক্ষ টাকা প্রাইজ মানি।এই কদিনের খেলায় প্লেয়ার অফ দ্যা ম্যাচ হয় বিপিন চন্দ্র,বেস্ট ব্যাটসম্যান কুনাল সিং বেস্ট বোলার সেই বিপিন চন্দ্র। খেলা শেষে তাদের পুরষ্কার কাপ তুলে দেন মেদিনীপুর পৌরসভার চেয়ারম্যান এই টুর্নামেন্টের মুখ্য উপদেষ্টা সৌমেন খান সহ বিশিষ্ট অতিথিবৃন্দরা।

এই সাতদিন ব্যাপী টুর্নামেন্টে তত্ত্বাবধানে ছিলেন এই টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান পীযূষ কান্তি পাল, টুর্নামেন্ট কমিটির আহবায়ক কুন্দন গোপ,প্রসেনজিৎ সাহা,ওয়ার্কিং প্রেসিডেন্ট বরুণ আগরওয়াল,কৌশল সিং,প্রেমজিত গোপ,অক্ষয় গোপ,এডি বর্মন,সুদীপ খাঁড়া,বিবেক গোপ,শুভম গোপ,পিনাকী পাল,অনুপম মুখার্জি,দেবরাজ দে,কৃষ্ণেন্দু পাঠক সহ অন্যান্যরা।এরই পাশাপাশি রাজ্য থেকে বেস্ট খেলোয়াড়রা যারা এসেছিলেন এই খেলায় যোগ দিতে তারা হলেন দিল্লি ক্যাপিটাল প্লেয়ার ললিত যাদব,রঞ্জি প্লেয়ার গৌরব কুমার,অভিজিৎ সিং ও সক্ষম চৌধুরী। এই কয়েক দিনের এই খেলায় অ্যাঙ্কারিং করে দর্শকদের মন জয় করেছিলেন সুমন চ্যাটার্জি।উল্লেখ্য,এই সাতদিন ব্যাপী খেলায় বিশেষ আকর্ষণ ছিল আইপিএলের ফায়ার ওয়ার্কসের ধাঁচে ঠিক কলেজ মাঠেও সেই ফায়ার ওয়ার্কসের প্রদর্শনী।

সেই আলোর ঝলকানি দেখতে হাজির হন হাজার হাজার দর্শক।এর সঙ্গে মনোরঞ্জনের জন্য ছিল চিয়ার লিডারের উপস্থিতি। যাদের নাচে গানে মনোরঞ্জনমূলক হয়ে ওঠে এই খেলা।


Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

dnews.in