Midnapore:ভোটার দিবসকে সামনে রেখে মেদিনীপুর সদর ব্লকে সাংস্কৃতিক প্রতিযোগিতা

Share

নিজস্ব প্রতিনিধি,মেদিনীপুর:

আসন্ন জাতীয় ভোটার দিবসকে সামনে রেখে মেদিনী পুর সদর ব্লক প্রশাসনের উদ্যোগে ছাত্র-ছাত্রীদের সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো বিডিও অফিস ক্যাম্পাসে। প্রবন্ধ রচনা,বসে আঁকো,বিতর্ক,শ্লোগান রচনা ইত্যাদি বিষয়ে প্রতিযোগিতা হয়।যোগ দেয় বিভিন্ন স্কুল,কলেজের ছাত্র-ছাত্রীরা।

এইদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিডিও কাহেকশান পারভীন,জয়েন্ট বিডিও সূচিস্মিতা বর্মন,এপিও নবারুণ মন্ডল,ডেটা ম্যানাজার রতন শীট,বিজয় সিনহা,শিক্ষক সুদীপ কুমার খাঁড়া,অদ্বৈত জানা,দীপেশ দে,শিক্ষিকা ঈশানী ঘটক,সৌমী ঘোষ প্রমুখ।


Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

dnews.in