Midnapore College: মন্ত্রীর হাত দিয়ে শুরু হল দুদিন ব্যাপী সপ্তম রিজিওনাল সায়েন্স অ্যান্ড টেকনোলজি কংগ্রেস!মেদিনীপুর কলেজের মুকুটে নতুন পালক যোগ

Share

নিজস্ব প্রতিনিধি,মেদিনীপুর:

এবার সপ্তম রিজিওনাল সাইন্স এন্ড টেকনোলজি কংগ্রেস অনুষ্ঠিত হলো মেদিনীপুর অটোনোমাস কলেজে।পশ্চিমবঙ্গ সরকারের ডিপার্টমেন্ট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি অ্যান্ড বায়োটেকনোলজি দফতরের মন্ত্রী শ্রী উজ্জ্বল বিশ্বাসের প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে এই অনুষ্ঠানের সূচনা হয়।এই আলোচনায় অংশ নিলেন ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া শহর ভিন্ন জেলার অংশ রাজ্যের চারশো বাহান্ন জন বিজ্ঞানী,অধ্যাপক এবং গবেষক।

স্ব-শাসিত মেদিনীপুর কলেজে শুক্রবার মন্ত্রীর হাত ধরে উদ্বোধন হলো সপ্তম রিজিওনাল সায়েন্স অ্যান্ড টেকনোলজি কংগ্রেস।দুদিন ব্যাপী এই অনুষ্ঠানে এই দিন প্রদীপ জ্বালিয়ে উদ্বোধন করেন পশ্চিমবঙ্গ সরকারের ডিপার্টমেন্ট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি অ্যান্ড বায়োটেকনোলজি দফতরের মন্ত্রী শ্রী উজ্জ্বল বিশ্বাস। এই অনুষ্ঠানের উদ্যোক্তা ছিল মেদিনীপুর কলেজ এবং পশ্চিমবঙ্গ সরকারের ডিপার্টমেন্ট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি অ্যান্ড বায়োটেকনোলজি।এই আলোচনায় ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া শহর ভিন্ন জেলার অংশ রাজ্যের চারশো বাহান্ন জন বিজ্ঞানী, অধ্যাপক এবং গবেষক।যা মেদিনীপুর কলেজের মুকুটে পালক যোগ হলো বলেই মনে করছে শিক্ষাবিদরা।

মন্ত্রী ছাড়াও এবছরের রিজিওনাল সায়েন্স অ্যান্ড টেকনোলজি কংগ্রেসের এই আলোচনা সভায় উপস্থিত ছিলেন বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডঃ সুশান্ত কুমার চক্রবর্তী,পশ্চিম মেদিনীপুরের জেলা সভাধিপতি প্রতিভা মাইতি এবং মেদিনীপুর পুরসভার পৌর প্রধান শ্রী সৌমেন খান। আলোচনা সভার সূচক বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইন্ডিয়ান ইন্সটিটিউট অফ সায়েন্স এডুকেশন অ্যান্ড রিসার্চ,কলকাতার বরিষ্ঠ অধ্যাপক ডঃ বিশ্বরূপ মুখোপাধ্যায় এবং খড়গপুর আইআইটি র বরিষ্ঠ অধ্যাপক ডঃ সুমন চক্রবর্তী। এই দিনের এই অনুষ্ঠানের পুরো তত্ত্বাবধান করেন মেদিনীপুর কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সত্যরঞ্জন ঘোষ এবং কলেজ পরিচালন সমিতির সদস্যরা।এ বিষয়ে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস ভুয়সী প্রশংসা করেন এই মেদিনীপুর কলেজের।

অন্যদিকে এই কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সত্যরঞ্জন ঘোষ বলেন, এত জন বিজ্ঞানী গবেষক তারা এই সপ্তম রিজিওনাল সাইন্স এন্ড টেকনোলজি কংগ্রেস অনুষ্ঠানে উপস্থিত হয়ে কলেজের মান আরো উন্নত।এছাড়াও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চেষ্টা করছেন এই মেদিনীপুর কলেজের মান উন্নয়ন ঘটাতে। আমরাও চাই জেলা,রাজ্য সহ গোটা দেশে এই মেদিনীপুর কলেজের সম্মান যেন অটুট থাকে।


Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

dnews.in