June Maliya Visit: হাসপাতালের গাফিলতি নিয়ে প্রশ্ন এড়ালেন সাংসদ জুন!মুখ্যমন্ত্রীর কোর্টে বল ঠেলে বললেন কমিটি যখনই রিপোর্ট দেবে তখনই উনি অ্যাকশন নেবেন

Share

নিজস্ব প্রতিনিধি,মেদিনীপুর:

মেদিনীপুর হাসপাতালে একের পর এক প্রসূতি অসুস্থ এবং আইসিইউ তে ভর্তি সেই সঙ্গে এক প্রসূতির মৃত্যু নিয়ে উত্তাল মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতাল।অসুস্থ প্রসূতিদের দেখতে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন সাংসদ জুন মালিয়ার।অসুস্থদের দেখে তিনি চিকিৎসার গাফিলতি নিয়ে প্রশ্ন এড়ালেন।পুরোপুরি দায়-দায়িত্ব মুখ্যমন্ত্রীর ঘাড়ে ঠেলে দিয়ে তিনি বললেন উনি দেখছেন,উনি ব্যবস্থা নেবেন।

এখন মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রসূতি মৃত্যু এবং expairy স্যালাইন সঙ্গে চিকিৎসার অব্যবস্থা নিয়ে উত্তাল।একদিকে রোগী বাঁচানোর চেষ্টা অন্যদিকে এরই প্রতিবাদে রাজনৈতিক দলের প্রতিবাদ।এই দুই মিলিয়ে মেদিনীপুরের পরিস্থিতি এখন সরগরম।যদিও ইতিমধ্যে এই ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত করতে ১৩ জনের একটি রাজ্য স্বাস্থ্য কমিটি দল পাঠিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।যারা গত শনিবার মেদিনীপুর হাসপাতালে এসে পুরো বিষয়টা দেখে খতিয়ে সে সঙ্গে নমুনা সংগ্রহ করে নিয়ে গেছেন।যদিও এই ঘটনায় এদিন এইদিন এক প্রস্থ বিক্ষোভ দেখায় বিজেপি এবং বামেরা।অন্যদিকে এই অসুস্থ প্রসূতি কে দেখতে মেদিনীপুর মেডিকেল কলেজের ICU তে দৌড়ে গেজেনু মেদিনীপুরের সাংসদ জুন মালিয়া।তিনি এক প্রস্থ সেই প্রসূতির খোঁজ খবর নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বললেন,”অসুস্থ প্রসূতির ভালো রয়েছে।তাদের চিকিৎসা চলছে।

তবে এই ঘটনা যাতে আর না ঘটে তার জন্য আমাদেরকে সবাইকে সতর্ক হতে হবে।তিনি এও বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার টিম পাঠিয়েছিলেন।সেই টিমের রিপোর্ট দেখে তিনি কড়া অ্যাকশন নেবেন,যা দু-একদিনের মধ্যেই সাংবাদিকদের প্রেস মিটের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।” এই ঘটনার জেরে সরকারি পরিষেবার উপর সাধারণ মানুষের আস্থা প্রসঙ্গে তিনি বলেন সাধারণ মানুষের আস্থা হারাবে না সরকারি চিকিৎসার উপর।কারণ এ ঘটনা না ঘটলে ভালো হতো।তবে একটা ঘটনা ঘটে গেলে তাকে কোনভাবেই বদলানো যায় না।এটা আমরা কোন ভাবেই Undo করতে পারব না।তবে এরকম ঘটনা আগামী দিনে না ঘটে,তার জন্য আমি দিদিকে রিকোয়েস্ট করব সেই ধরনের ব্যবস্থা গড়ে তুলতে। এই ঘটনাই একে অপরকে দোষ দেওয়া প্রসঙ্গে তিনি বলেন,”এই ধরনের টেন্ডেন্সি থাকে এই সময় সকলের মিধে কিন্তু আমার বার্তা থাকবে লেটস মুভ ফরওয়ার্ড। যাতে সিস্টেমটা আরো বেটার হতে পারে।

তবে সরকারি হাসপাতালে সিনিয়র ডাক্তারদের অনুপস্থিতি প্রসঙ্গে তিনি ঘুরিয়ে বলেন,”দিদির কাছে সব রিপোর্টটায় যাবে।আমি যেহেতু পাবলিক রিপ্রেজেন্টেটিভ তাই ওনাকে লিখিতভাবে বিষয়টা দেব।আমার অবজারভেশনে কি কি আছে এবং আরো ভালো কিভাবে হতে পারে।”


Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

dnews.in