নিজস্ব প্রতিনিধি,মেদিনীপুর:
মহানালা ঘিরে অবৈধ কনস্ট্রাকশন,রাতারাতি গজিয়ে উঠলো ক্লাব ঘর।এই ঘটনায় পৌরসভা আগে চিঠি দিল মেদিনীপুরের এক ডাক্তার বাবু।যদিও কাউন্সিলারের আজব যুক্তি। তবে খতিয়ে দেখার আশ্বাস পৌরসভার।
একদিকে যখন নিকাশীর সমস্যায় মেদিনীপুর শহর জর্জরিত,ফি বছর বর্ষায় জলমগ্ন হয়ে পড়ে শহরের নিচু এলাকাগুলি।আর তাই বর্ষার আগেই প্রতিবছর লক্ষ লক্ষ টাকা খরচ করে পরিষ্কার করা হয় মেদিনীপুরের মহানালাটি। অন্যদিকে তখন সেই মহানালার ওপরেই এবার বেআইনিভাবে ক্লাব ঘর তৈরি করার অভিযোগ। ঘটনাটি মেদিনীপুর শহরের ৬ নম্বর ওয়ার্ডের রবীন্দ্র নগর এলাকায়। এদিন ঘটনাচক্রে দেখা যায় স্থানীয় ওয়ার্ড তৃণমূল কাউন্সিলর গোলকবিহারী মাঝির এর বাড়ির ঢিল ছোড়া দূরত্বে মহানালার ওপরেই বেআইনিভাবে তৈরি করা হয়েছে একটি পাকাপোক্ত ক্লাবঘর।যা নিয়ে ইতিমধ্যে মেদিনীপুর পৌরসভায় লিখিত অভিযোগ জানিয়েছেন স্থানীয় এক চিকিৎসক।তবে এখনো পর্যন্ত ক্লাব ঘরটি উচ্ছেদের কোন উদ্যোগ নজরে আসেনি।এই মহানালার উপর জায়গা দখল করে কেনই বা অবৈধ কনস্ট্রাকশন তা নিয়ে উঠছে প্রশ্ন।
এই ঘটনায় মেদিনীপুর পৌরসভার দৃষ্টি আকর্ষণ করা হলে।মেদিনীপুর পৌরসভার পৌর প্রধান সৌমেন খান বলেন,”তারা অভিযোগ পেয়েছেন,বিষয়টি খতিয়ে দেখছেন। পাশাপাশি তিনি এও বলেন ওয়ার্ড কাউন্সিলর কে সাথে নিয়েই যাবতীয় পদক্ষেপ নেওয়া হবে।
অন্যদিকে ওয়ার্ড তৃণমূল কাউন্সিলর গোলকবিহারী মাঝির আজব দাবি করেন। তিনি বলেন এই বেআইনি ভাবে পাকাপোক্ত কনস্ট্রাকশন।নির্মাণ হলেও তা আটকানোর ক্ষমতা নেই কাউন্সিলরের।এ বিষয়ে যাবতীয় দায়িত্ব নাকি পৌর প্রধানের।পৌর প্রধানের ঘাড়ে গায়ে ঠেলেই নিজের দায় এড়িয়েছেন এই তৃণমূল কাউন্সিলর।যদিও পরোক্ষভাবে এভাবে বেআইনি নির্মাণের ফলে সমস্যা যে আরো বাড়বে,তা কার্যত মেনে নিয়েছেন কাউন্সিলর।
আদেও কি পৌর সভার তরফে কোন পদক্ষেপ করা হবে এটাই এখন সব থেকে বড় প্রশ্ন।