Surjakanta Mishra: মেদিনীপুরে এসে মুখ্যমন্ত্রীকে কটাক্ষ সূর্যকান্ত মিশ্রের!বললেন এতদিন পুলিশ সুপারের ওপর নির্ভর করছিলেন, এখন আর পারছেন না

Share

নিজস্ব প্রতিনিধি,মেদিনীপুর:

মেদিনীপুরে কৃষক সভার আলোচনা সভাতে এসে শাসক নেতা খুনের ঘটনায় মুখ্যমন্ত্রী এবং শাসক দলকেই একহাত নিলেন সিপিএম নেতা সূর্যকান্ত মিশ্র।তিনি বললেন এতদিন পর্যন্ত তিনি পুলিশ সুপার নির্ভর ছিলেন,এখন আর নির্ভর হতে পারছেন না।তবে নিজেরা আতঙ্কিত হওয়া প্রসঙ্গে তিনি বলেন আমরা নিরাপদে পরিস্থিতিতে কাজ করবো কখনো ভাবি নি,প্রয়োজন হলে প্রাণ দিতে রাজি আছি,তবে প্রতিরোধ হবে।

মালদাতে তৃণমূল নেতা কে পিছু ধাওয়া করে প্রকাশ্যে গুলির সিসিটিভি ফুটেজে আতঙ্ক ছড়িয়েছে গোটা রাজ্যসহ দেশ জুড়ে।যেখানে খোদ শাসক দলের নেতা মন্ত্রী প্রায় সুরক্ষিত নন,প্রকাশ্যে দিবালোকে বাইরের রাজ্য দুষ্কৃতীরা এসে গুলি করে চলে যাচ্ছে সেখানে সাধারণ মানুষের অবস্থা কি এই নিয়েই দেখা দিয়েছে জেলা জুড়ে বিতর্ক।যদি ওই দিন মেদিনীপুরে কৃষক সভার এক আলোচনা সভাতে অংশ নিতে এসে একপ্রকার তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং শাসক দলকে দুষলেন সিপিআইএম নেতা সূর্যকান্ত মিশ্র।এই দিন তার আলোচনা সভা শেষ হবার পর তাকে সাংবাদিকরা প্রশ্ন করেন যেখানে শাসকদলের নেতা কে ছুুটিয়ে ছুটিয়ে গুলি করা হচ্ছে সেখানে মুখ্যমন্ত্রী এসপিকে দুষছেন এ বিষয়ে সূর্যকান্ত মিশ্রর মন্তব্য আগে উনি পুলিশ সুপার নির্ভর করছিলেন এখন আর নির্ভর হতে পারছেন না,তাই এই ধরনের মন্তব্য করছেন।

এরপর মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করতে গিয়ে বলেন যেখানে মুখ্যমন্ত্রী খাটে বসে চেয়ারে বসে নিজের পা ভেঙে ফেলেন সেখানে আর বলার কি রয়েছে। এখানে এসব করতে সময় লাগবে। এরপর নিজেদের কর্মী নেতাদের আতঙ্ক হওয়া নিয়ে প্রশ্ন করলে তিনি বলেন আমরা কখনো নিরাপদ পরিবেশে কাজ করব এবং কখনো ভাবি নি।এর থেকেও আমরা অনেক খারাপ সময় দেখেছি।আমরা সব সময় প্রস্তুত রেখেছি এবং আছে। তিনি এও বলেন আমরা এর আগে খারাপ সময়ে আমাদের কর্মীরা প্রাণ দিয়েছে,দরকার হলে আমরাও জীবন দিতেও প্রস্তুত।আমরা প্রতিরোধ করতে শিখেছি আমরা কোন পরিস্থিতিতে আত্মসমর্পণ করতে শিখিনি।

প্রসঙ্গত উল্লেখ্য,মালদাতে তৃণমূল নেতা বাবলা সরকারকে খুন করার পেছনে বিহার গ্যাং এর হাত রয়েছে বলে বর্তমানে তদন্তেও দাবি করেছে পুলিশ প্রশাসন। যদিও এই ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।আর এই ঘটনায় রাজ্যজুড়েই ছড়িয়েছে চাঞ্চল্য।


Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

dnews.in