নিজস্ব প্রতিনিধি,মেদিনীপুর:
সাত দিন ধরে অক্সিজেন কম গিয়েছে,ধীরে ধীরে মৃত্যু ঘটেছে এই শিশুর।মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রসুতির পর শিশু মৃত্যুতে নতুন করে উত্তেজনা সৃষ্টি।যদিও এই নিয়ে মেদিনীপুর মেডিকেল কলেজের প্রিন্সিপাল মৌসুমী নন্দী জানান, সেবীয়ার Birth asphyxia এর কারণে মৃত্যু হয়েছে রেখা সাউ এর শিশুর।
এক প্রসূতির মৃত্যু অন্যদিকে তিন প্রসূতির ট্রিটমেন্ট চলছে মেদিনীপুর কলকাতার পিজিতে।এ অবস্থায় বৃহস্পতিবার সকালে মৃত্যু হল মেদিনীপুর মেডিকেল হাসপাতালে মাতৃমাতে ভর্তি থাকা প্রসূতি রেখা সাউ এর ৮ দিনের শিশু। যা নিয়ে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে মেদিনীপুর হাসপাতালে।কেন ঘটলো এই সদ্যজাতের মৃত্যু!তা নিয়ে শুরু হয়েছে নতুন করে তদন্ত। হাসপাতালের শিশু ডাক্তার,এইচওডি,হাসপাতাল সুপার কে নিয়ে আলোচনা সারেন মেদিনীপুর মেডিকেল কলেজের প্রিন্সিপাল মৌসুমী নন্দী। যদিও বারবার জিজ্ঞেস করলেও উত্তর আসেনি মেডিকেল কলেজের তরফ থেকে।তবে শেষ পর্যন্ত জোর করে গিয়ে অফিসে ঢুকে প্রিন্সিপাল মৌসুমী নন্দীর মুখোমুখি হয়ে প্রশ্ন করলে তিনি বলেন সেবিয়ার Birth asphyxia এর কারণে মৃত্যু হয়েছে রেখা সাউ এর শিশুর।
সেবিয়ার Birth asphyxia এর ফলে একটি শিশুর মস্তিষ্ক এবং অন্যান্য অঙ্গগুলি জন্মের আগে সেই সময় বা ঠিক পরে পর্যাপ্ত অক্সিজেন এবং পুষ্টি পায় না।এর ফলে অক্সিজেন এবং পুষ্টি ছাড়া,কোষ সঠিকভাবে কাজ করতে পারে না।ফলে বর্জ্য পদার্থ (অ্যাসিড) কোষে জমা হয় এবং তাতে মৃত্যু হয়। সাত দিন ধরে এই শিশুটি ট্রিটমেন্টে ছিল শিশুদের স্পেশাল ওয়ার্ডের ভেন্টিলেটরে। আজ সকাল ৯:১০ মিনিটে মৃত্যু হয়েছে।
প্রসঙ্গত উল্লেখ্য,গত বুধবার মেদিনীপুর মেডিকেল কলেজের মাতৃমাতে পাঁচ প্রসূতি বাচ্চা জন্ম দেওয়ার পর অসুস্থ হয়ে পড়ে।পরিবারের অভিযোগ তাদের ছত্রাক পূর্ন আর এল স্যালাইন এবং চিকিৎসার গাফিলতি করেছে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতাল।এরপরই পাঁচ প্রসূতির মধ্যে তড়িঘড়ি তিন প্রসূতিকে আই সি ইউ তে ভর্তি করা হয় গুরুতর অসুস্থ হওয়ার জন্য।যদিও সেই ঘটনায় শুক্রবার সকালে মারা যায়,প্রসূতি মামনি রুইদাস। এরপরই তড়িঘড়ি মামনি রুইদাসের শিশুকে ছুটি দিয়ে দেওয়া হয় মেদিনীপুর কলেজের মাতৃমা থেকে।অন্যদিকে জটিল পরিস্থিতি হওয়ায় বাকি তিন প্রসূতি কে কলকাতার পিজিতে নিয়ে যাওয়া হয় ট্রিটমেন্টের জন্য।
এরই পাশাপাশি ছুটি দিয়ে দেওয়া হয় এই গুরুতর অসুস্থ তিন প্রসূতির সদ্যজাত শিশুকে।মেদিনীপুর মেডিকেল কলেজে মাতৃমাতে ভর্তি থাকে অসুস্থ প্রসূতি রেখা সাউ ও তার শিশু।সেই শিশুরই মৃত্যু ঘটলো বৃহস্পতিবার সকালে।যদিও অন্যদিকে এই ঘটনায় বামেদের ছাত্র যুব সংগঠন বিক্ষোভ দেখায় মেডিকেল কলেজ সুপার জয়ন্ত রাউতের দপ্তরে।