Midnapore Seminar: বাংলা সহায়তা কেন্দ্রের কর্মীদের নিয়ে সেমিনারের আয়োজন ক্রেতা সুরক্ষা অনুশীলন দপ্তরের

Share

নিজস্ব প্রতিনিধি,মেদিনীপুর:

পশ্চিম মেদিনীপুর ডিস্ট্রিক্ট কালেক্টরেট ওল্ড কনফারেন্স হলে মেদিনীপুর সদর মহকুমার বিভিন্ন প্রান্তের বাংলা সহায়তা কেন্দ্রের কর্মীদের নিয়ে একটি সেমিনার আয়োজন করল ক্রেতা সুরক্ষা ও ন্যায্য বাণিজ্য অনুশীলন দপ্তর,পশ্চিম মেদিনীপুর আঞ্চলিক কার্যালয়।এই সেমিনারে সাধারণ মানুষ বাংলা সহায়তা কেন্দ্রে গিয়ে অনলাইন পোর্টালের মাধ্যমে কীভাবে উপভোক্তা অভিযোগ দায়ের করতে পারেন, সেই বিষয়ে বিশদে আলোচনা করেন দপ্তরের উপ সহ অধিকর্তা শুভ রায়।এর সাথেই তিনি উপভোক্তা সুরক্ষা আইন, ২০১৯ এর বিভিন্ন সুবিধা সম্বন্ধে আলোচনা করেন। পশ্চিমবঙ্গ জন পরিষেবা আইনের বিভিন্ন ধারা সম্বন্ধে আলোচনা করেন উপ সহ অধিকর্তা, চন্দ্রজিৎ সুর।

লিগ্যাল মেট্রোলজি আইন, ২০০৯ এবং প্যাকারদের রেজিস্ট্রেশন বিষয়ে অবগত করেন সহ নিয়ামক, লিগ্যাল মেট্রোলজি,সুভাষ ঘোষ।সেমিনারে বক্তব্য রাখেন দপ্তরের সহ অধিকর্তা শ্রীলিপি সেনগুপ্ত। বিশিষ্ট অতিথি রূপে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা শাসক কেম্পা হোন্নাইয়া ,আই. এ. এস, বি.এস.কে’র অএই ফিসার ইনচার্জ শবিরাজ কৃষ্ণ পাল, ডব্লিউ বিসিএস এক্সিকিউটিভ।

উল্লেখ্য এই দিন প্রায় সত্তর জন বি.এস.কে কর্মী সেমিনারে যোগ দেন।


Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

dnews.in