নিজস্ব প্রতিনিধি,মেদিনীপুর:
পুলিশ কর্তাদের দড়ি টানাটানি তীরন্দাজি সহ একাধিক প্রতিযোগিতার মধ্য দিয়ে শেষ হলো জেলা পুলিশের 23 তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা। এইদিন প্রতিযোগিতা শেষে সফল প্রতিযোগিদের পুরস্কৃত করেন সাংসদ, বিধায়ক, জেলাশাসক সহ পুলিশে পুলিশ কর্তারা।এই দিনের এই পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন এডিজি অশোক প্রসাদ।
সাংসদ বিধায়ক সঙ্গে পুলিশের পুলিশ কর্তাদের খেলার মধ্য দিয়ে শেষ হলো জেলা পুলিশের 23 তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা।এই দিন এই প্রতিযোগিতা ঘিরে বিশেষ উৎসাহ উদ্দীপনা ছিল পুলিশ লাইনে।মূলত প্রতিবছরই জেলা পুলিশের উদ্যোগে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।এবারও তার ব্যতিক্রম ছিল না।দুদিনের এই ক্রীড়া প্রতিযোগিতায় প্রথম দিনে উদ্বোধন করেছিলেন মেদিনীপুর রেঞ্জের ডিআইজি অনুপ জসয়াল।এরপর পুলিশের বিভিন্ন ইভেন্টের মধ্য দিয়ে খেলা চলে প্রথম দিন। দ্বিতীয় দিনেও ছিল পুলিশের বিভিন্ন ইভেন্ট এবং প্রতিযোগিতা।যেখানে অংশগ্রহণ করেছিল পুলিশের অধিকর্তারা।শেষ পর্বে ছিল সাংবাদিকদের 100 মিটার দৌড় প্রতিযোগিতা, কচিকাঁচাদের যেমন খুশি সাজো প্রতিযোগিতা, তীরন্দাজি,শুটিং,ফুটবল সহ একাধিক প্রতিযোগিতার।
এরপর এই প্রতিযোগিতায় প্রথম দ্বিতীয় তৃতীয় চ্যাম্পিয়নদের পুরস্কৃত করা হয় এই অনুষ্ঠান মঞ্চ থেকে।পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন ADG অশোক প্রসাদ,জেলাশাসক খুরশিদ আলী কাদরী, জেলা পুলিশ সুপার ধৃতিমান সরকার,সাংসদ মিতালী বাগ,মন্ত্রী শিউলি সাহা,বিধায়ক সুজয় হাজরা,দিনেন রায়,শঙ্কর দলুই জেলা স্বাস্থ্য আধিকারিক সৌম্য শংকর সড়ঙ্গি সহ একাধিক বিশিষ্ট ব্যক্তিবর্গ।দুদিনের এই অনুষ্ঠানের পুরো তত্ত্বাবধানে দায়িত্ব পালন করেন জেলা পুলিশ সুপার ধৃতিমান সরকার।