Midnapore Protest:”অসুর নিধন মেদিনীপুর মেডিকেল কলেজে”একাধিক ধর্ষকের কুশপুতুল দাহ মেডিকেল ডাক্তারদের

Share

নিজস্ব প্রতিনিধি,মেদিনীপুর:

এবার ধর্ষকদের কুশপুতুল দাহ করে অসুর নিধনের নামলো মেদিনীপুর মেডিকেল কলেজের ডাক্তাররা।তাদের দাবি এখানে একা কেউ ধর্ষক নয়,ধর্ষক অনেক রয়েছে তাই সকলের কুশ পুতুল দাহ করা হলো।অন্যদিকে মেদিনীপুর নাগরিক বৃন্দ বিশেষ করে যেসব ছাত্র-ছাত্রী পড়ুয়ারা মেসে থাকে তারা একজোট হয়ে মেদিনীপুরের মানুষ সম্মিলিতভাবে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ।সেই সঙ্গে পথ অবরোধ করে প্রতিবাদ জানালো আরজি করের।

রাজপথে আন্দোলন

আরজি করের নৃশংস ঘটনার প্রতিবাদের আগুন ছড়িয়েছে রাজ্য থেকে দেশ-বিদেশে।প্রতিদিন রাজ্যর সঙ্গে জেলা, জেলার সঙ্গে ব্লকে ব্লকে চলছে আন্দোলনের ঢেউ। টানা কর্ম বিরতি চালিয়ে যাচ্ছেন বিভিন্ন মেডিকেল কলেজের সঙ্গে মেদিনীপুর মেডিকেল কলেজের ডাক্তাররা।ওপিডি বন্ধ,চিকিৎসা পরিষেবা ব্যাহত।এদিন সন্ধ্যা নাগাদ এবার কুশপুতুল দাহ করল মেদিনীপুর মেডিকেল কলেজের ডাক্তাররা।মূলত টানা আন্দোলন চালিয়ে যাচ্ছে মেদিনীপুর মেডিকেল কলেজের ডাক্তাররা দাবি একটাই ধর্ষকের শাস্তি।সেই সঙ্গে যারা এর সঙ্গে জড়িত তাদেরও শাস্তি।যদিও সেই ঘটনায় ইতিমধ্যে তদন্ত করছে সিবিআই।প্রতিদিন নতুন নতুন করে নাম উঠে আসছে সিবিআইয়ের তদন্তে।তবে আন্দোলনের মাত্রা বাড়াচ্ছে মেদিনীপুর মেডিকেল কলেজের ডাক্তাররা।এদিন সন্ধ্যে রাত্রে নাগাদ তারা এক জোট হয়ে একাধিক ধর্ষকের কুশপুতুল বানিয়ে আগুন জ্বালিয়ে দাহ করে তার প্রতিবাদ জানায়।তাদের দাবি একটাই ছিল জাস্টিস ফর আরজিকর।

অন্যদিকে”দফা এক দাবি এক,মুখ্যমন্ত্রীর পদত্যাগের” দাবিতে পথে নামল মেদিনীপুর ছাত্র-ছাত্রী ও নাগরিক বৃন্দ।এদিন মেদিনীপুর শহরে যে সকল ছাত্র-ছাত্রী বিভিন্ন মেসে এবং বিভিন্ন লোকের বাড়িতে ভাড়া থেকে পড়াশোনা করে তারা একজোট হয়ে পথে নামে।এদিন তারা জেলা কালেক্টরেটে পথ অবরোধে সামিল হয়।এরপর তারা বক্তব্যর পাশাপাশি টায়ার জ্বালিয়ে প্রতিবাদ জানান। এরই সঙ্গে স্লোগান এবং প্ল্যাকার্ড ব্যানার নিয়ে আরজিকরের প্রতিবাদ জানান।তাদের এই মিছিলে সঙ্গ দিয়েছিল মেদিনীপুরের অগণিত মানুষজন।যদিও আন্দোলনের মাটি মেদিনীপুরে এদিন হোমিওপ্যাথিক কলেজের পড়ুয়ারাও প্রতিবাদে সামিল হন।


Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

dnews.in