ABTA Michil:শিক্ষক আন্দোলনে পুলিশী নির্যাতনের প্রতিবাদে রাস্তায় ABTA!দাবি উঠল বৈধ যোগ্য প্রার্থীদের চাকুরিতে বহাল রাখার

Share

নিজস্ব প্রতিনিধি,মেদিনীপুর:

শিক্ষক আন্দোলনে পুলিশী নির্যাতনের প্রতিবাদে,বৈধ ভাবে চাকুরী পাওয়া যোগ্য শিক্ষক শিক্ষিকা শিক্ষা কর্মীদের চাকুরীতে বহাল রাখার দাবিতে,সাধারণের শিক্ষা ব্যবস্থা রক্ষা করার দাবিতে এবং সেই সঙ্গে এই শিক্ষক নিয়োগ দুর্ণীতিতে যুক্ত মন্ত্রী,নেতানেত্রী,আমলা আধিকারিকের শাস্তির দাবিতে বৃহস্পতিবার সন্ধ্যায় মেদিনীপুর শহরে মিছিল করলো শতবর্ষ প্রাচীন শিক্ষক সংগঠন এবিটিএ।

এদিন সন্ধ্যায় রবীন্দ্র নগর এবিটিএ-এর জেলা দপ্তর থেকে মিছিল বেরিয়ে মিছিল বিদ্যাসাগর মোড়, সিপাই বাজার চক,গীর্জা মোড় হয়ে আবাস কালী মন্দির চক পর্যন্ত যায় সেখানে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।এদিনের মিছিল ও সভা থেকে দাবী করা হয় যোগ্য-অযোগ্য চিহ্নিত করণ করে যোগ্যদের চাকুরি বহাল রাখার ব্যবস্থা করতে হবে।অরজিনাল ওএমআর শীট বা ওএমআর শীট এর মিরর কপি প্রকাশ করে এবং সুপ্রিম কোর্টে জমা দিয়ে যোগ্যদের চাকুরি সুনিশ্চিত করতে হবে।শিক্ষক আন্দোলনে পুলিশী নির্যাতনের জন্য দায়ী পুলিশকর্মী ও আধিকারিকের শাস্তির ব্যবস্থা দিতে হবে।

এদিনের মিছিলে নেতৃত্ব দেন জেলা সম্পাদক জগন্নাথ খান, প্রাক্তন জেলা সম্পাদক বিপদ তারণ ঘোষ,সদর মহকুমা সম্পাদক শ্যামল ঘোষ,মহকুমা সভাপতি সুরেশ পড়িয়া প্রমুখ শিক্ষক নেতৃত্ব।উল্লেখ্য সুপ্রিম কোর্টের রায় ঘোষণার দিন থেকে যোগ্যদের পুনর্বহালের দাবিতে পশ্চিম মেদিনীপুর জেলা জুড়ে আন্দোলনে নেমেছে এবিটিএ।


Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

dnews.in