
নিজস্ব প্রতিনিধি,মেদিনীপুর:
এবার ওয়ার্ডে উদ্বোধন হলো সেলফি জোনের।ওয়ার্ড বাসীকে ‘সেলফি জোন’ উপহার দিলেন মেদিনীপুর পৌরসভার ৯ নং ওয়ার্ড কাউন্সিলর সৌরভ বসু। মূলত তিনি কাউন্সিলর থেকে তার সাম্মানিক ভাতা জমিয়ে জমিয়ে ওয়ার্ডবাসীর জন্যই এই সেলফি জোন তৈরি করেন।এদিন এই সেলফি জোনে ছবি তুলতে ভিড় দেখা যায় ওয়ার্ডবাসী সহ এলাকার মানুষদের।

ওয়ার্ডের সৌন্দর্যায়নের লক্ষ্যে বছরের শেষ দিনে ওয়ার্ড বাসীকে ‘সেলফি জোন’ উপহার দিলেন মেদিনীপুর পৌরসভার ৯ নং ওয়ার্ডের কাউন্সিলর সৌরভ বসু। মঙ্গলবার সন্ধ্যায় ‘আই লাভ ওয়ার্ড নং ৯’ নামে এই সেলফি জোনের উদ্বোধন হলো মেদিনীপুর শহরের ৯ নং ওয়ার্ডের কর্নেল গোলা চকে।এই সেলফি জোনের উদ্বোধন করেন ৯ নং ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস কাউন্সিলর তথা মেদিনীপুর পৌরসভার পূর্ত দফতরের সিআইসি সৌরভ বসু।কাউন্সিলারের সঙ্গে উপস্থিত ছিলেন ওয়ার্ড কমিটির সম্পাদক মুরলী মোহন মান্না,প্রসাদ আঢ্য,শিবপ্রসাদ ভূঁইয়া,লক্ষীকান্ত মণ্ডল,অমল দত্ত,বুবাই দে দালাল, পার্থপ্রতিম মন্ডল সহ এলাকার বহু মানুষ।

সেলফি জোন উদ্বোধন করেন তিনি বলেন,”ওয়ার্ডের সৌন্দর্যায়নের মুকুটে নতুন পালক যোগ করতেই এই সেলফি জনের উদ্বোধন।এটি নির্মাণ করতে খরচ হয়েছে ৪৫ হাজার টাকা।এর মধ্যে একটি টাকাও আমি পৌরসভা থেকে নেইনি।আমি কাউন্সিলর হিসেবে পৌরসভা থেকে যে সাম্মানিক ভাতা পাই,তা থেকেই এই সেলফি জোন গড়ে তুলেছি।”

যদিও এই সেলফি জন উদ্বোধন হওয়ায় খুশি ওয়ার্ড এর মানুষজন। সেলফি তুলতে ভিড় লাগে তাদের মধ্যে।