SSKM Baby:প্রসূতির পর একে একে অসুস্থ হচ্ছে সদ্যজাতরা!মিনারা বিবির অসুস্থ শিশু কে SSKM এ রেফার

Share

নিজস্ব প্রতিনিধি,মেদিনীপুর:

এবার এস এস কে এম এ পাঠানো হলো মিনারা বিবির সদ্যজাত সন্তানকে। অন্যদিকে মামনি রুইদাসের সন্তানও ভর্তি মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে।শিশু বিভাগের প্রধানের দাবি” মিনারা বিবির সন্তানের নাভির কাছে জন্ম থেকেই কিছু সমস্যা রয়েছে।তার শল্য চিকিৎসকের পরামর্শের প্রয়োজন।

অসুস্থ প্রসূতিদের চিকিৎসার পাশাপাশি এবার তাদের সদ্যজাত সন্তান সংকটজনক হওয়ায় রেফার করা হলো এস এস কে এম এ এমনই ঘটনা পশ্চিম মেদিনীপুরে। মূলত গত জানুয়ারি মাসের শুরুতেই মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালের মাতৃমাতে বাচ্চা জন্ম দেওয়ার পর অসুস্থ ৫ প্রসূতির মধ্যে তিন জনের অবস্থা সংকট জনক হওয়ায় রেফার করা হয় কলকাতার এস এস কে এম এ।যদিও সেই তিন জনের মধ্যে কেশপুরের মিনারা বিবি নামে এক প্রসূতি সুস্থ হয়ে বাড়ি ফিরেছে কিন্তু তার সন্তান এতদিন বাড়িতে ছিল।সে অসুস্থ হয়ে একদিন আগে ভর্তি হয়ে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালের শিশুদের স্পেশাল ইউনিটে। কিন্তু তাকে সুস্থ করতে না পারায় এবার রেফার করা হলো মেদিনীপুর মেডিকেল থেকে এসএসকে এম এ তে।যা নিয়ে নতুন করে চাঞ্চল্য মেদিনীপুর জুড়ে।

যদিও অন্য দিকে,মেদিনীপুর মেডিক্যাল কলেজেই চিকিৎসাধীন মৃত মামণি রুইদাসের পুত্রসন্তান।যদিও এই নিয়ে এক বিবৃতিতে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে শিশু বিভাগের প্রধান তারাপদ ঘোষ জানান,” মিনারা বিবির সন্তানের নাভির কাছে জন্ম থেকেই কিছু সমস্যা রয়েছে।তার শল্য চিকিৎসকের পরামর্শের প্রয়োজন।তাই তাকে কলকাতার হাসপাতালে রেফার করা হয়েছে।”তবে মৃত প্রসূতি মামনির চিকিৎসাধীন পুত্র সন্তান নিয়ে তিনি বলেন মামণির সন্তানের রক্তে সংক্রমণ পাওয়া গিয়েছে।তাই তার আরও কিছু পরীক্ষা নিরীক্ষা করানো প্রয়োজন।”

প্রসঙ্গত উল্লেখ্য, নতুন বছরের জানুয়ারি মাসের শুরুতেই মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঁচ শিশুকে জন্ম দেওয়ার পরে অসুস্থ হয়ে পড়ে মামনি রুইদাস, মাম্পি সিং,মিনারা বিবি,রেখা সাউ ও নাসরিন খাতুন নামে ৫ প্রসূতি।যার মধ্যে ঘটনার একদিন পরেই মৃত্যু হয় মামনি রুইদাসের।এরপর জল অনেকদূর গড়ায়।পরবর্তীকালে মৃত্যু হয়েছে রেখা সাউ এর পুত্রের।ইতিমধ্যে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছে মামনি রুইদাসের অসুস্থ ছেলে।এরপর ভর্তি হয় মিনারা বিবির পুত্র সন্তান। সেই সন্তানের অসুস্থতা বাড়লে তাকে কলকাতা রেফার করা হয়।


Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

dnews.in