Monmoyuri Showroom: কলকাতার পর মেদিনী পুরে পথ চলা শুরু মন-ময়ূরীর!একই ছাদের তলায় বাচ্চা থেকে বড় মহিলাদের পোশাকের ভান্ডার

Share

নিজস্ব প্রতিনিধি,মেদিনীপুর:

বাচ্চাসহ বড়দের পোশাকের সম্ভার নিয়ে উদ্বোধন হলো মন-ময়ূরীর। সরাসরি কোম্পানি থেকে রিটেল দামে বিক্রি করবে পোশাক।এরই সঙ্গে রয়েছে বাড়িতে পৌঁছে দেওয়ার জন্য হোম ডেলিভারির ব্যবস্থা।এদিনের শোরুম উদ্বোধনী উপস্থিত হয়েছিলেন মেদিনীপুরের পৌরসভার কাউন্সিলর সহ মেদিনীপুরের বিশিষ্ট মানুষজন।মূলত মেদিনীপুর মানুষের চাহিদার জন্য এই শোরুমের উদ্বোধন বলে জানালেন দোকানের কর্মকর্তারা।

নতুন শোরুম উদ্বোধন

এর আগে কলকাতায় ছিল মন ময়ূরীর শোরুম।সেই শোরুমে পাওয়া যায় বাচ্চা থেকে বড়দের নানান ধরনের ভিন্ন ভিন্ন স্টাইলের পোশাক।কলকাতার মানুষের পছন্দের পর এবার মেদিনীপুর মানুষের চাহিদার জন্য মেদিনীপুরের শোরুম খুলল মন-ময়ূরী।এদিন মেদিনীপুর শহরের নান্নুর চক-কেরানিতলা এলাকায় এই শোরুমের উদ্বোধন হয়।উদ্বোধন উপলক্ষ্যে উপস্থিত হয়েছিলেন মেদিনীপুর পৌরসভার বিশিষ্ট কাউন্সিলর সহ চেয়ারম্যান এবং বিশিষ্ট অতিথিবৃন্দ।এই শোরুমে মূলত কম দামে একদম কোম্পানি থেকে রিটেল দামে জিনিসপত্র পাওয়া যাবে বলে কর্তারা জানিয়েছেন।এখানে থাকছে ছোট কিশোরী জামা প্যান্ট থেকে শুরু করে একদম বড় মহিলাদের শাড়ি, কুর্তি, লেহেঙ্গা, বেনারসি সহ নানান ধরনের ডিজাইনের পোশাক।এরই সঙ্গে থাকছে শাড়িতে ভিন্ন ভিন্ন কাজ করা ভিন্ন ভিন্ন স্টাইলের রকমারি শাড়ি। অতি অল্প দামে সেই সঙ্গে আভিজাত্যে ভরা এই শোরুম মেদিনীপুর মানুষের মন জয় করবে বলে আশাবাদী কর্মকর্তারা।এরই সঙ্গে বাড়িতে পৌঁছে দেওয়ার জন্য রয়েছে হোম ডেলিভারির ব্যবস্থা।এদিন প্রথম দিনেই ভিড় জমালেন ক্রেতারা।

এই বিষয়ে দোকানের কর্মকর্তা নুরুল হাসান বলেন,”এক সময় কলকাতার মানুষের চাহিদা ছিল প্রচুর।এরপর মেদিনীপুর মানুষের চাহিদা বাড়ে এই মন-ময়ূরীর পোশাক নিয়ে।তারা কলকাতায় গিয়ে এই পোশাক সংগ্রহ করত। সেই কষ্টের কথা ভেবেই এবং মেদিনীপুর মানুষের চাহিদার জন্যই আমাদের এই শোরুমের উদ্বোধন।আমরা সরাসরি কোম্পানি থেকে রিটেল দামি পোশাক কিনেই বিক্রি করছি।আমাদের এখানে বেবি থেকে বড় মহিলাদের সমস্ত গার্মেন্টস পাবেন একই ছাদের তলায়।


Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

dnews.in