
নিজস্ব প্রতিনিধি,মেদিনীপুর:
মেদিনীপুর মেডিকেল কলেজের স্যালাইন ইস্যুতে মীনাক্ষী মুখার্জীর নেতৃত্বে জেলাশাসকের কার্যালয়ের সামনে যে বিক্ষোভ কর্মসূচি হয়েছিল সেই কর্মসূচিকে কেন্দ্র করে পুলিশের সাথে ধস্তাধস্তি হয় বাম কর্মী সমর্থকদের।আর তারপরেই পুলিশ মীনাক্ষী মুখার্জী সহ মোট ১৬ জন নেতাকর্মীর বিরুদ্ধে জামিন অযোগ্য সহ বেশ কতকগুলি ধারায় অভিযোগ দায়ের।মূলত সরকারি কর্মীকে কাজে বাধা দান,বেআইনি জমায়েত,সরকারি কর্মীকে গুরুতরভাবে আঘাত সহ বেশ কতকগুলি ধারায় অভিযোগ দায়ের করা হয়েছে বাম কর্মী সমর্থক নেতাদের বিরুদ্ধে।

স্যালাইন কাণ্ডে এবার জামিন অযোগ্য ধারায় মামলা হলো DYFI নেত্রী মীনাক্ষী মুখার্জি সহ SFI DYFI এর ১৬ জন নেতাকর্মীর বিরুদ্ধে যা নিয়ে ফের নতুন করে চাঞ্চল্য মেদিনীপুরে। প্রসঙ্গত গত ৯ ই জানুয়ারি মেদিনীপুর মেডিকেল কলেজের মাতৃমাতে পাঁচ প্রসূতি অসুস্থ হয়ে পড়ে যে ঘটনায় চিকিৎসা গাফিলতি সেইসঙ্গে স্যালাইনের বিষক্রিয়ার অভিযোগ তোলেন রোগীর পরিবার।যদিও সেই ঘটনায় এক প্রসূতির মৃত্যুতে তড়িঘড়ি তাদের কলকাতায় রেফার করা হয়।অন্যদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বাস্থ্য দপ্তরের ১৩ জনের একটি কমিটি পাঠান এই ঘটনার খতিয়ে দেখতে,সেইসঙ্গে সিআইডি তদন্তের নির্দেশ দেন।যদিও এই স্যালাইন কাণ্ড নিয়ে তারপরে রাজ্য ও রাজনীতিতে উত্তাল হয়ে ওঠে।এর প্রতিবাদে বিক্ষোভের নামেন বিরোধীরা।ইতিমধ্যে শুভেন্দু অধিকারী এক বিক্ষোভ মিছিল করে গেছেন মেদিনীপুর জুড়ে।

এরপরই গত ২২শে জানুয়ারি বাম ছাত্র যুব সংগঠন SFI DYFI এর নেতৃত্বে বিক্ষোভ ডেপুটেশনে অংশ নিতে কলকাতা থেকে দৌড়ে আসেন মীনাক্ষী মুখার্জি।ওইদিন মেদিনীপুর শহরের রিংরোড এলাকায় মিছিল করে অবশেষে জেলা শাসকের অফিসের সামনে তারা কয়েকশো কর্মী মিলে উপস্থিত হন।সেখানে ঘন্টা তিনেক ধরে তারা বিক্ষোভ দেখান।যেই বিক্ষোভের ফলে পুলিশের সঙ্গে হাতাহাতি ও ধস্তাধস্তিতে আহত হন পুলিশ ও বাম ছাত্র যুব সংগঠনের কর্মীরা।যেই ঘটনায় পুলিশ জামিন অযোগ্য ধারায় মামলা করল এই ডিওয়াইএফআই নেত্রীর বিরুদ্ধে।মামলা হয়েছে বাকি ১৫ জন ডিওয়াইএফআই নেতাকর্মীর বিরুদ্ধেও।


যা নিয়ে ফের নতুন করে চাঞ্চল্য জেলায়।এদিন ১৮৯(২), ২২১, ১০৯, ১২১(২), ৩২৪(৩), ৩৫১(২), ১৩২ ধারায় মামলা করা হয় তাদের বিরুদ্ধে।