
নিজস্ব প্রতিনিধি,মেদিনীপুর:
এই প্রথম ডায়াগনস্টিক সেন্টারদের নিয়ে জেলা পরিষদ হলে অনুষ্ঠিত হলো জেলা সম্মেলন।এই সম্মেলনে অংশ নিল ৩০০ ডেলিগেটস। প্রদীপ প্রজ্জ্বলন,ভাষণ,দাবি-দাওয়ার সঙ্গে পুরস্কৃত করা হলো স্পেশাল মানুষদের।নতুন কমিটি গঠন এবং অত্যাধুনিক মেশিনের উদ্বোধনের মধ্য দিয়ে শেষ হলো এই অ্যাসোসিয়েশনের সম্মেলন।

শহর ও জেলায় আনাচে-কানাচে গজিয়ে উঠেছে ভুয়ো ডায়াগনস্টিক সেন্টার।প্রতিদিন হাজার হাজার টাকা লুট করছে তারা সাধারণ মানুষ থেকে।এবার সেইসব ভুয়ো ডায়াগনস্টিক সেন্টারের হাত থেকে মানুষকে বাঁচাতে একযোগে একসাথে প্রথম জেলা সম্মেলন অনুষ্ঠিত হল পশ্চিম মেদিনীপুর ডায়াগনস্টিক ওনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের।এইদিন জেলা পরিষদ হলে প্রথম জেলা সম্মেলনে উপস্থিত হয়েছিলেন অতিরিক্ত জেলা শাসক ক্যাম্পা হোন্নাইয়া,বিধায়ক সুজয় হাজরা,
জেলা স্বাস্থ্য আধিকারিক সৌম্য সংকর সড়ঙ্গী সহ বিশিষ্ট অতিথি এবং মানুষজন।এদিন প্রথমে ডেলিগেটস রেজিস্ট্রেশন,সংগঠনের পতাকা উত্তোলন,দেশাত্মবোধক সংগীত পরিদর্শন সেই সঙ্গে প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে সম্মেলনের অনুষ্ঠান সূচনা হয়।এদিন প্রথম স্বাগত ভাষণ দেন ডায়াগনস্টিক সেন্টার অ্যাসোসিয়েশনের আহ্বায়ক বিশ্বনাথ দাস।এদিন প্রায় ৩০০ জন ডেলিগেটস উপস্থিত হয়েছিল এই সম্মেলনে।

এই জেলা সম্মেলন উপলক্ষে বিভিন্ন কোম্পানির তরফ থেকেও স্টল দেওয়া হয়েছিল জেলা পরিষদ চত্বরে।এরপর একটি অত্যাধুনিক মেশিনের উদ্বোধন হয় জেলা স্বাস্থ্য আধিকারিকের হাত ধরে। এরপরে অতিথি বৃন্দদের বক্তব্যের মধ্য দিয়ে এই সম্মেলন চললেও বিশিষ্ট মানুষজন বিশেষ করে বিশিষ্ট সর্পবন্ধু দেবরাজ চক্রবর্তী,সমাজসেবী সুনীল পাড়ুই,পঙ্কজ পাত্রকেও সম্বর্ধনা জানানো হয়।অবশেষে জেলা কমিটি ঘোষণা এবং সেই সঙ্গে জেলা নতুন কমিটি বরন সঙ্গে বিভিন্ন পেশাগত দাবি-দাওয়া নিয়ে আলোচনার মধ্য দিয়ে শেষ হলো এই প্রথম পশ্চিম মেদিনীপুর ডায়াগনস্টিক ওনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের প্রথম জেলা সম্মেলন।


এ বিষয়ে এসোসিয়েশনের আহ্বায়ক বিশ্বনাথ দাস বলেন,”রাতারাতি জেলা শহরে গড়ে উঠেছে বিভিন্ন ভুয়ো ডায়াগনস্টিক সেন্টার।যারা হাজার হাজার টাকার বিনিময়ে ভুয়ো টেস্ট করে মানুষকে বিভ্রান্ত করছেন। তাদের বিরুদ্ধে যাতে প্রশাসন থেকে কড়া ব্যবস্থা নেওয়া হয় সেই সঙ্গে আমাদের বেশ কিছু দাবি দাওয়ার ভিত্তিতেই এই সম্মেলন অনুষ্ঠিত হল।সেইসঙ্গে এখানে বিভিন্ন কোম্পানির স্টল দেওয়া হয়েছে, অত্যাধুনিক মেশিনের উদ্বোধন হয়েছে জেলা স্বাস্থ্য আধিকারিকের হাত ধরে।