নিজস্ব প্রতিনিধি,রাঙামাটি:
শুরু হয়ে গেল দুর্গাপুজো,আর সেই পুজো ঘিরে উৎসব মুখর হয়ে উঠলো জঙ্গলমহল অধ্যুষিত পশ্চিম মেদিনীপুর।মূলত পশ্চিম মেদিনীপুরের জেলা জুড়ে যে কটি বিগ বাজেটের পুজো হয় তার মধ্যে এক অন্যতম হলেও রাঙ্গামাটি দুর্গোৎসব কমিটির দুর্গাপূজা।এ বছর ৫৬ তম বর্ষে পদার্পণ করল এই পূজা। প্রাকৃতিক পরিবেশের অসামঞ্জস্যতা সেইসঙ্গে বিভিন্ন ঘটনা নিয়ে এবারে রাঙ্গামাটি পূজা কমিটির থিম আলোক স্পর্শে দেবী দশভূজা।
থিম এবং প্রতিমা তৈরি করতে প্রায় খরচা হয়েছে ২৫ লক্ষ টাকা।পুরো মণ্ডপ তৈরি করা হয়েছে বাড়ির নিত্য প্রয়োজনীয় ব্যবহৃত আসবাসপত্র এবং প্রকৃত বান্ধব জিনিসপত্র দিয়ে।তবে মন্ডপের পাশাপাশি প্রতিমাতে প্রকৃতিবান্ধব জিনিসপত্র দিয়ে তৈরি করা হয়েছে।সন্ধ্যে হলেই আলো পড়তেই আলোর বিচ্ছুরণ ঘটছে এই মন্ডপ থেকে।আর যা দেখতে ভিড় নেমেছে দর্শনার্থীদের।এরই সঙ্গে মাটির ভার দিয়ে তৈরি করা হয়েছে প্রতিমা।তার সঙ্গে সামঞ্জস্য রেখে সরস্বতী লক্ষ্মী কার্তিক গণেশ এবং অসুর কে গড়ে তোলা হয়েছে
যদিও এই নিয়ে সুশান্ত ঘোষরা বলেন,”প্রকৃত বান্ধব জিনিসপত্র দিয়ে আমাদের এই প্রতিমা মন্ডপ।আমাদের থিমের নাম আলোক স্পর্শে দেবী দশভূজা।কারণ বর্তমানে সমাজের অন্ধকারময় পরিস্থিতি।সেই অন্ধকার পরিস্থিতি থেকে বেরোতে মা ই ভরসা।মায়ের কাছে একটাই প্রার্থনা RGkar কাণ্ডে দোষীরা উপযুক্ত শাস্তি পাক।