
নিজস্ব প্রতিনিধি,মেদিনীপুর:
গত তিন বছর ধরে টাকা না দিয়ে দিয়ে বকেয়া প্রায় 470 কোটি টাকা।বহুবার আবেদন নিবেদন করেছেন কিন্তু তাও টাকা পাননি।অবশেষে এবার অবস্থান-বিক্ষোভে সামিল হলো Rural Development Contractor অ্যাসোসিয়েশনের সদস্যরা।মার্চ মাসের মধ্যে বকেয়া টাকা না পেলে বৃহত্তর আন্দোলনের হুমকি নেতৃত্বদের।

এবার বকেয়া টাকা পাওয়ার লক্ষ্যে আন্দোলনে সামিল হল Rural Development Contractor association।এদিন তারা বেশকিছু দাবি-দাওয়ার ভিত্তিতে এই অবস্থান-বিক্ষোভে সামিল হন জেলাশাসক দপ্তরের সামনে।তাদের দাবি ছিল গত তিন বছরের MGNREGA এর দ্রব্য সরবরাহকারী ঠিকাদারদের বকেয়া টাকা অবিলম্বে প্রদান,এন্ট্রি বিল গুলির অবিলম্বে FTO করা,ফিল্ডে হওয়া কাজগুলির এন্ট্রি করে অবিলম্বে FTO করা, পুরাতন সিডিউল বদলে নতুন সিডিউল আনা। এদিন এই কয়েকটি দাবি-দাওয়ার ভিত্তিতেই তারা কয়েক ঘন্টা এই জেলাশাসক দপ্তরের সামনে বসে বিক্ষোভ দেখান জেলাশাসককে ডেপুটেশনের কপিও দেন তারা। এই দিন এই বিক্ষোভ অবস্থানের পাশাপাশি ডেপুটেশনে নেতৃত্ব দেন অ্যাসোসিয়েশনের সভাপতি প্রদীপ সামন্ত,সহ সভাপতি সৈয়দ এমডি আহমেদ,যুগ্ম সম্পাদক খালিলুর রহমান ও দূর্জয় ব্রম্ভ। এছাড়াও ছিলেন মুক্তার আলী খান,জয়ন্ত মাইতি,সৈয়দ নাসিম সহ অন্যান্যরা।


উল্লেখ্য,এদিন গোটা রাজ্যজুড়ে একসঙ্গে এই ধরনের কর্মসূচি গ্রহণ করে এই অ্যাসোসিয়েশনের সদস্যরা।যদিও এর আগে এই বিক্ষোভ ও ডেপুটেশন কর্মসূচি পুরো জেলার সমস্ত ব্লকে ব্লকে করা হয়।এদিন নেতৃত্বদের বক্তব্য মার্চ মাসে মধ্যে তাদের দাবী দাওয়া পূরণ না হলে বৃহত্তর আন্দোলনে নামা হবে।অনেকে আবার আত্মহত্যার হুমকি দেন।

এই বিষয়ে অ্যাসোসিয়েশন সভাপতি প্রদীপ সামন্ত বলেন,”প্রায় তিন বছরের উপর আমাদের এই টাকা বন্ধ করে দিয়েছে সরকার।বহুবার আবেদন নিবেদন করেছি কিন্তু তাও প্রাপ্য টাকা দেয়নি তারা।তাই আমরা মার্চ মাস অব্দি দেখবো তারপর বৃহত্তর আন্দোলনের রূপরেখা তৈরি হবে। অন্যদিকে যুগ্ম সম্পাদক দুর্জয় ব্রম্ভ বলেন,”প্রায় এক হাজার ঠিকাদার রয়েছে আমাদের অ্যাসোসিয়েশনের।এর আগে আমরা ব্লক ব্লকে বিক্ষোভ ডেপুটেশন দিয়েছি।তারপরও আমাদের টাকা আমরা ফিরে পাইনি।আমরা তাই নতুন করে কোন কাজ করছি না।তবে আমাদের এই প্রাপ্য টাকা না পেলে আমরা আত্মহত্যা করব।

আরেক যুগ্ম সম্পাদক খলিলুর রহমান বলেন,” আমি একজন এজেন্সির সদস্য কিন্তু MGNRGEA টাকা দীর্ঘদিন ধরে পাচ্ছি না।বহুবার আবেদন নিবেদন করেছি,তাও আমাদের বকে টাকা দেয়নি সরকার।আমরা সময় দিচ্ছি তা যদি সমাধান না হয় তাহলে আমরা বৃহত্তর আন্দোলনে নামবো।