নিজস্ব প্রতিনিধি,মেদিনীপুর:
একের পর এক অসুস্থ প্রসূতি সেই সঙ্গে মারা গেল এক শিশু।যে ঘটনায় নতুন করে বিক্ষোভে উত্তাল হলো মেদিনীপুর।বাম ছাত্র যুব সংগঠনে এসএফআই,ডি ওয়াই এফ আই এই ঘটনায় রীতিমতো মেডিকেল হাসপাতাল সুপারের ঘরে বসে বিক্ষোভ দেখাতে থাকেন কয়েক ঘন্টা।সুপার না থাকায় অতিরিক্ত সুপার তাদের বিক্ষোভে অসুস্থ বোধ করেন।যদিও বিরাট পুলিশ বাহিনী তাদের হটিয়ে দেয়।তবে এইদিন তারা আগে তারা অসুস্থ স্বাস্থ্য আধিকারিককে ছত্রাক ভর্তি সেই স্যালাইন দেওয়ার দাবি জানান।
মেদিনীপুর মেডিকেল কলেজের স্যালাইন কান্ডে এবার আন্দোলন জোরদার করলো বাম ছাত্র যুব সংগঠন। একদিকে প্রসূতি মৃত্যু বাকিদের গুরুতর অবস্থা অন্য দিকে নতুন করে অসুস্থ প্রসূতি রেখা সাউ এর সদ্যোজাত শিশুর মৃত্যু যা নিয়ে উত্তাল হয়ে উঠে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতাল।এইদিন কর্মী সমর্থকদের নিয়ে সুপারের অফিস ঘেরাও করে বিক্ষোভ দেখাতে থাকেন এই বাম ছাত্র যুব সংগঠন এস এফ আই,ডি ওয়াই এফ আই। টানা দু’ঘণ্টা ধরে তারা বিক্ষোভ অবস্থানে অনড় থাকেন। সুপারের ঘরে গিয়ে সুপারকে না পেয়ে অতিরিক্ত সুপার মন্ডল পবিত্র মন্ডল কে জানানোর পাশাপাশি তাকে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকেন।ঘন্টা দুয়েক তাদের বিক্ষোভের জেরে অসুস্থ বোধ করেন এই মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালের আধিকারিক।
এরপর আইসির নেতৃত্বে বিরাট পুলিশ বাহিনী গিয়ে এই বাম ছাত্র যুবদের সুপারের ঘর থেকে বের করে দেন। কি ঘটনায় অসুস্থ বোধ করেন ওই আধিকারিক।তবে এদিন বাম ছাত্র যুবরা দপ্তর থেকে বেরিয়ে এসে বাইরে বিক্ষোভ দেখাতে থাকেন।এক ও একাধিক স্লোগান উঠে।
এই নিয়ে DYFI নেতা সুমিত অধিকারী বলেন,”আমরা জানতে এসেছিলাম সেদিনের স্যালাইন কাণ্ডে কারা দোষী তাদের শাস্তি কি হবে? এসে জানতে পারি সরকার থেকে ব্যান হওয়া সেই স্যালাইন আজকেও দেওয়া হয়েছে এই প্রসূতি মা দের।তাই আমরা এই ঘটনা পুরোপুরি তদন্ত দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি সেই সঙ্গে আমাদের আন্দোলনে যদি হাসপাতালের আধিকারিক অসুস্থ হয়ে পড়েন তাকেও সেই ছত্রাকযুক্ত স্যালাইন দেওয়ার দাবী জানাচ্ছি।