SFI Poster:কোন সিলেকশন নয় এবার ইলেকশনের দাবিতে পোস্টার SFI এর পোস্টার শহরজুড়ে

Share

নিজস্ব প্রতিনিধি,মেদিনীপুর:

এবার কলেজে কলেজে থ্রেট কালচার সহ কাটমানি বন্ধের দাবি সেই সঙ্গে কলেজ ইলেকশনের দাবি তুলল বাম ছাত্র সংগঠন এসএফআই। এদিন তারা দাবি-দাওয়া সম্মিলিতভাবে নিয়েই জেলা জুড়ে পোস্টারিং শুরু করলো।তাদের পোস্টারিং এর মূল স্লোগান-ই ছিল চাই না কোন সিলেকশন,ক্যাম্পাসে চাই ইলেকশন”।

এবার ইলেকশনের দাবিতে শহর জুড়ে পোস্টারিং করল বাম ছাত্র সংগঠন এসএফআই।মূলত দীর্ঘদিন বন্ধ কলেজ ইলেকশন।এছাড়াও বেশিরভাগ কলেজ এখন অটোনোমাস বডি।ফলে কলেজ চত্বরে রাজনীতি নিয়ে আর কোনো রকম রণীতি চলে না রাজনৈতিক ছাত্র যুব সংগঠনগুলির।এক সময় মেদিনীপুর কলেজ,গোপ কলেজ,কেডি কলেজ এরই সঙ্গে ভিন্ন ভিন্ন কলেজে এ রাজনীতি নিয়েই মেতে থাকতো ছাত্র সংগঠনগুলি।নির্দিষ্ট দিনে ভোট তার আগে ক্যাম্পেনিং এবং ভোটের দিন রাজনৈতিক সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠতো জেলা সহ রাজ্য। এই অবস্থায় বিভিন্ন কলেজ ইতিমধ্যে তাদের রাজনীতি থেকে দূরে সরিয়ে অটোনোমাস বডিতে আপগ্রেড করে ফেলেছে।

আর এখন কলেজে ভর্তির ক্ষেত্রেই সিলেকশনের মাধ্যমে হয়ে থাকে।এই অবস্থায় এবার বাম ছাত্র সংগঠনগুলি ছাত্র সংসদ নির্বাচন করার দাবিতে পথে নামল।এদিন তারা স্লোগান তোলেন “চাই না কোনো সিলেকশন,ক্যাম্পাসে চাই ইলেকশন”।মূলত প্রত্যেক কলেজে ছাত্র সংসদ নির্বাচন করার দাবিতে মেদিনীপুর সিটি কলেজ ও মেদিনীপুর সদর পলিটেকনিক কলেজের সামনে পোস্টারিং করলো তারা।

এ বিষয়ে বাম ছাত্র সংগঠন এসএফআইয়ের জেলা সভাপতি সুকুমার মাঝি বলেন,”গোটা রাজ্য জুড়েই বিভিন্ন কলেজে কলেজে যেভাবে রাজনীতি বন্ধের ফলে থ্রেট কালচার চালু হয়েছে এবং বিভিন্ন অনৈতিক কাজকর্ম সঙ্গে কাটমানি নেওয়ার প্রবণতা বেড়েছে।সেইসব বন্ধ করতেই কলেজের নির্বাচন গুলি অবিলম্বে হওয়া দরকার। আর সেই সব দাবিতে কলেজের নির্বাচন যাতে খুব দ্রুত হয় তার জন্য আমাদের এই পোস্টারিং।


Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

dnews.in