Sharad Samman : আম্মা জনসেবা সোসাইটির উদ্যোগে শারদ সম্মান ও বিজয়া সম্মিলনী! মোট 14 টি পূজা কমিটি ও 20 টি স্বেচ্ছাসেবী সংগঠনকে সংবর্ধিত করা হলো

Share

নিজস্ব প্রতিনিধি,মেদিনীপুর :

পশ্চিম মেদিনীপুর জেলার স্বেচ্ছাসেবী আম্মা জনসেবা পরিষদীয় ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে বিজয়া সম্মিলনী সঙ্গে শারদ সম্মান প্রদানের অনুষ্ঠান।রেড ক্রস সোসাইটিতে অনুষ্ঠিত অনুষ্ঠানে জেলার মোট ১৪ টি পূজা কমিটিকে শারদ সম্মান ও ২০ টি স্বেচ্ছাসেবী সংগঠনকে সংবর্ধিত করা হয়।

এইদিন মেদিনীপুর রেড ক্রস সোসাইটির সভাকক্ষে আয়োজিত এই অনুষ্ঠানর সূচনা হয় প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে। আয়োজক সংগঠনের পক্ষ থেকে জেলার মোট ১৪ টি পূজা কমিটিকে শারদ সম্মান ও ২০ টি স্বেচ্ছাসেবী সংগঠনকে সংবর্ধিত করা হয়।এদিনের অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সর্বভারতীয় NGO ফোরামের চেয়ারম্যান অশোক কুমার রায়, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সোশ্যাল ওয়েলফেয়ার অ্যান্ড ম্যানেজমেন্টের কলকাতার শাখার কর্মকর্তা ডঃ নিমাই সুন্দর মান্না,কলকাতা হাইকোর্টের অ্যাডভোকেট মীর আনোয়ার,জুট ব্যাগ হ্যান্ডিক্রাফট গুডস অ্যাসেসেরিজ ডিজাইনার ও ট্রেনার মলয় কান্তি দে,জয়ন্ত মন্ডল,সুদীপ কুমার খাঁড়া,গৌতম কুমার ভকত,মনিকাঞ্চন রায় সহ অন্যান্য বিশিষ্ট জনেরা।

এছাড়াও ছিলেন এই শারদ সম্মান জয়ী বিভিন্ন পূজা কমিটি ও আমন্ত্রিত ২০ টি স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মকর্তারা।স্বাগত বক্তব্য রাখেন সংস্থার সভাপতি চিকিৎসক ডাঃ দিলীপ পান।অনুষ্ঠানে প্রসিদ্ধ মুক ও বধির মৃৎশিল্পী প্রশান্ত প্রধানকে সংগঠনের পক্ষ থেকে সংবর্ধনা জানানো হয়।অতিথিদের পাশাপাশি আমন্ত্রিত সংগঠন গুলির প্রতিনিধিরা নানা বিষয়ে বক্তব্য রাখেন এবং আয়োজক সংগঠনের বিভিন্ন কর্মকান্ডের প্রশংসা করেন।অনুষ্ঠানে আয়োজক সংগঠনের উদ্যোগে আগামী নতুন বছরের হতে চলা মহতী “গণবিবাহ”কর্মসূচির পোষ্টার অশোক কুমার রায়।সংস্থার পক্ষে উপস্থিত ছিলেন সম্পাদক নবীন কুমার ঘোষ,সুমন জানা,অর্নব দাস সহ অন্যান্য সদস্যরা। সংগঠনের পক্ষে গোটা অনুষ্ঠানটি সুচারুভাবে সঞ্চালনা করেন বিশিষ্ট নৃত্যশিল্পী শাশ্বতী শাসমল ও সমাজকর্মী কবি রাকেশ দাস।


Share

dnews.in