নিজস্ব প্রতিনিধি,মেদিনীপুর :
আজ ছিল রাজ্যের প্রধান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর জন্মদিন।আর সেই জন্মদিনে কালীপুজো সঙ্গে মিষ্টিমুখের মাধ্যমে পালন করল জেলা বিজেপি।এদিন তারা পথচারীদের হাতে মিষ্টি তুলে দেন এবং সেই সঙ্গে দীর্ঘায়ু কামনা করেন বিরোধী দলনেতার।এরই সঙ্গে বিজেপি কর্মী সমস্ত নেতৃত্বের বক্তব্য বিধানসভায় বাইরে ভেতরে বিরোধী দলনেতার হাত স্ট্রং করতে সবার আশীর্বাদ দরকার।
এই মুহূর্তে রাজ্যের প্রধান বিরোধী বিজেপির মুখ হল শুভেন্দু অধিকারী।তিনি একদিকে নেতৃত্ব অন্যদিকে বিরোধী দলনেতার ভূমিকা সামলাচ্ছেন।এরই সঙ্গে তিনি বিধানসভায় রীতিমতো শাসকদলের নেতা নেত্রীর সঙ্গে বাগযুদ্ধ চালিয়ে যাচ্ছেন।এইদিন ছিল সেই অধিকারী ফ্যামিলির বড় ছেলে শুভেন্দু অধিকারীর ৫৩ তম জন্মদিন। এদিন মেদিনীপুরে জেলা বিজেপি তরফ থেকে প্রথমে বটতলা কালী মন্দিরে পূজো দেওয়া হয় ঢাকঢোল বাদ্যি সহকারে।জাঁকজমকভাবে পূজো দিয়ে মায়ের কাছে তার দীর্ঘায়ু কামনা করেন বিজেপি কর্মী সমর্থকরা।এরপর মিষ্টির প্যাকেট নিয়েই রাস্তার মধ্যে যাতায়াতকারী পথচারীদের মধ্যে মিষ্টি বিলি করেন এই বিজেপি কর্মী সমর্থক ও নেতৃত্বরা।প্রত্যেককে মিষ্টিমুখ করিয়ে তারা শুভেচ্ছা জানান এই সঙ্গে আগামী লড়াইয়ে যাতে শুভেন্দু অধিকারীর হাত শক্ত হয় তারও আবেদন করেন।এই কর্মসূচিতে এইদিন নেতৃত্ব দেন জেলা সহ-সভাপতি শংকর গুছাইত সহ বিজেপি বিশিষ্ট কর্মী সমর্থক ও নেতৃত্ব বর্গ।
এ বিষয়ে বিজেপি জেলা সহ-সভাপতি শংকর গুছাইত বলেন “বিধানসভায় যাতে আমাদের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর হাত শক্ত হয়,তার জন্যই আমরা আজকে কালীমন্দিরে পূজো দিলাম।এরই সঙ্গে তার দীর্ঘায়ু কামনা করলাম মায়ের কাছে।আমাদের লড়াইয়ের কান্ডারী একমাত্র মুখ বলা যেতে পারে শুভেন্দু অধিকারী,যিনি প্রাণপনে লড়াই করছেন এখন এই পাথরের মতো শাসক দলের বিরুদ্ধে।আমরা চাই এই পাথরকে সরিয়ে উজ্জ্বল মুখ দেখুক রাজ্যবাসী।