Utsarito Alo:প্রথিত যশা স্বর-আবৃত্তির বার্ষিক অনুষ্ঠান “উৎসারিত আলো “প্রদ্যোৎ স্মৃতিসদনে!হাজির দূরদর্শনের বিশিষ্ট আবৃত্তিকার বিশাখা মুখোপাধ্যায়,কবি চন্দন নাথ ও গৌতম মন্ডল

Share

নিজস্ব প্রতিনিধি,মেদিনীপুর:

গত ৫ই জানুয়ারি মেদিনীপুরের শহীদ প্রদ্যোৎ স্মৃতি সদনে আবৃত্তিকে ভালোবেসে আবেগে মননে মাতৃভাষায় স্বর আবৃত্তি মেদিনীপুর পরিবেশন করল ‘উৎসারিত আলো’।বিকেল ৩.০৫ থেকে প্রায় সাত ঘন্টা ধরে চলা আবৃত্তির একটি অনুষ্ঠান মন্ত্রমুগ্ধ করে রাখল মেদিনীপুর বাসিকে। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেদিনীপুরের বিধায়ক সুজয় হাজরা।

এছাড়াও এই উদ্বোধনের সময় মঞ্চে উপস্থিত ছিলেন বিদ্যালয়ে পরিদর্শক সৌমেন ঘোষ, কবি চন্দন নাথ, অমিয় পাল, মালবিকা পাল।কলকাতা দূরদর্শনের বিশিষ্ট আবৃত্তিকার বিশাখা মুখোপাধ্যায়,কবি চন্দন নাথ ও গৌতম মন্ডল। নানা ধরনের বিষয় কেন্দ্রিক আবৃত্তির অনুষ্ঠান উপহার দিল স্বর আবৃত্তির শিল্পীরা।স্বয়ং বিশাখা মুখোপাধ্যায় বলছিলেন “আবৃত্তি এরকম পরীক্ষামূলক ভাবনা আমায় মোহিত করেছে।এমন পরিশ্রম করে আবৃত্তি শেখানো কতটা কঠিন সেটা আমি বুঝি।”এই অনুষ্ঠানে অভিনব আমন্ত্রণ জানিয়েছিল প্রতিষ্ঠানের ছাত্র ছাত্রীরা।চিঠি লেখা আমরা প্রায় ভুলতে বসেছি।এই হোয়াটসঅ্যাপ টুইটারের যুগে আবার চিঠি?একসময় এই চিঠি ছিল যোগাযোগের মাধ্যম।আজকালকার ছেলেমেয়েরা পোস্টা কার্ড,ইংল্যান্ড কতজন দেখেছে তা ভাবনার বিষয়। প্রত্যেক ছাত্র-ছাত্রী নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে তাদের আবৃত্তি স্কুলের বার্ষিক সাংস্কৃতিক সন্ধ্যায় আমন্ত্রণ জানিয়েছিল দূরের আত্মীয়-স্বজনদের।

ঐ দিন আবৃত্তির ডায়রির দ্বিতীয় সংস্করণ উদ্বোধন করলেন কবি চন্দন নাথ।বিষ্ণুপদ কুইলার কবিতার আবৃত্তির অ্যালবাম”শ্রুতি মধুর” উদ্বোধন করলেন ডাক্তার সুহাস রঞ্জন মন্ডল। উপস্থিত ছিলেন স্বয়ং কবি বিষ্ণুপদ কুইলা।এই জেলার বিখ্যাত কিছু সাংস্কৃতিক দল- ছন্দম মিউজিক কলেজ, জাগরী সঙ্গীত নিকেতন, নৃত্যাঞ্জলি ,নটরাজ মিউজিক কলেজ, নটরাজ ডান্স একাডেমী, সৃজনভূমি, শেষাদ্রি ড্যান্স একাডেমি,রূপ
কম ডান্স একাডেমি নানা আবৃত্তির আলেখ্যে ,সঙ্গীত ও নৃত্য পরিবেশন করেন।পলি পাহাড়ি ,অরুন্ধতী সেন, শিবানী পাল, মধুশ্রী ঘোষ, সুপর্ণা ব্যানার্জি ,সুপর্ণা কোলে,শিলা মহাপাত্র, সাখী বন্দ্যোপাধ্যায় ,পুষ্পিত পাল, রত্না মান্না, দীপিকা দুয়ারী পরিবেশিত “মা তুঝে সালাম” সকলের নজর কাড়ে।

অনুষ্ঠানে প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের পুরস্কার দেওয়া হয়। যন্ত্রণুসঙ্গে ছিলেন প্রদীপ দাস ও পরেশ দাস।সঞ্চালনায় ছিলেন শতাব্দি গোস্বামী চক্রবর্তী ও ঈশিতা চট্টোপাধ্যায়। উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ শুভদীপ বসুর কথায়” শহর জেলার প্রায় দুই শতাধিক শিল্পীদের নিয়ে এই অনুষ্ঠান হয়েছে। প্রায় ২৫ টি ভিন্ন বিষয় নিয়ে আজকে দলের ছেলে মেয়েরা অনুষ্ঠান করেছে।আবৃত্তি নিয়ে নানা পরীক্ষা মূলক কাজ আমরা করছি। শহর জেলার বহু বিশিষ্ট কোন মানুষেরা আজ এখানে এসেছেন। আমরা সবাইকে কৃতজ্ঞতা জানাই।”

প্রতিষ্ঠানের পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করেন দীপক বসু , দীপা বসু ও মনীষা বসু ।


Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

dnews.in