নিজস্ব প্রতিনিধি,মেদিনীপুর:
এবার শহরের একটি স্কুলে অনুষ্ঠিত হলো প্যারেন্টস ডে।তৃতীয় বছরের এই প্যারেন্টস ডে তে নাচ গান নাটক মুকাভিনয়ে অভিনয় করে স্কুলের খুদে পড়ুয়ারা।বিদ্যালয়ের প্রিন্সিপাল ড.মৌপিয়া উইলিয়াম জানান, ‘প্রতিবছরের ন্যায় এ বছরও তাঁরা আয়োজন করেছিলেন প্যারেন্টস ডে’র অনুষ্ঠান।তিনি ভীষণভাবে আপ্লুত এবং আনন্দিত সকল শিক্ষক-শিক্ষিকারা ঐকান্তিক সহযোগিতায় ও প্রচেষ্টায় সমগ্র অনুষ্ঠানটি সম্পন্ন হয়েছে।
পশ্চিম মেদিনীপুরের অন্যতম অগ্রণী বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান টেকনো ইন্ডিয়া গ্রুপ পাবলিক স্কুল অনুষ্ঠিত হলো প্যারেন্টস ডে।এই অনুষ্ঠানের এটি ছিল তৃতীয় বর্ষ।উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এস,আই দীপালক দাস,জেলা তথ্য ও সংস্কৃতি আধিকারিক বরুন মন্ডল,সময় বাংলার জয়ন্ত মন্ডল সহ অন্যান্য বিশিষ্ট জনেরা।গোটা অনুষ্ঠানটির নির্দেশনায় ও তত্ত্বাবধানে ছিলেন বিদ্যালয়ের প্রিন্সিপাল ড. মৌপিয়া উইলিয়াম।বিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষিকার নির্দেশনায় নৃত্য,সঙ্গীত,নাটক এবং মূকাভিনয় পরিবেশনা করে বিদ্যালয়ের শিক্ষার্থীরা।সমগ্র অনুষ্ঠানটির সুচারু ভাবে সঞ্চালনা করে বিদ্যালয়ের শিক্ষার্থীরা্ বিদ্যালয়ের প্রিন্সিপালের সহযোগিতায় ও নিপুণতার জন্যই অনুষ্ঠানটি এত ভালোভাবে সম্পন্ন করা সম্ভব হয়েছে বলে জানান বিদ্যালয়ের অভিভাবক অভিভাবিকারা।তারা আরো জানান অনুষ্ঠান ভীষণ সুন্দর হয়েছে এবং অনুষ্ঠানটি ছিল সুপরিকল্পিত।
বিদ্যালয়ের প্রিন্সিপাল ড.মৌপিয়া উইলিয়াম জানান, ‘প্রতিবছরের ন্যায় এ বছরও তাঁরা আয়োজন করেছিলেন প্যারেন্টস ডে’র অনুষ্ঠান।তিনি ভীষণভাবে আপ্লুত এবং আনন্দিত সকল শিক্ষক-শিক্ষিকারা ঐকান্তিক সহযোগিতায় ও প্রচেষ্টায় সমগ্র অনুষ্ঠানটি সম্পন্ন হয়েছে এবং তাঁদের স্কুলের ছেলে মেয়েরা ভীষণ মেধাবী এবং নানান শিল্প কলায় পারদর্শী তাই এত সুন্দর অনুষ্ঠান উপস্থাপিত করা সম্ভব হয়েছে।
পরের বারে তাঁরা চেষ্টা করবে আরও ভালোভাবে সমগ্র অনুষ্ঠানটি সুচারুভাবে উপস্থাপিত করবার।