এই মৌচাকের মৌমাছি কামড়াবে না,মৌচাকে উঠেই প্রতিমা দর্শন করতে পারবেন!কিন্তু কোথায় দেখুন

Share

নিজস্ব প্রতিনিধি,মেদিনীপুর :

মেদিনীপুর শহরের থিমের ছড়াছড়ি এবারে।প্রত্যেকেই বিগ বাজেটের পাশাপাশি কম বাজেটেও থিমের মন্ডপ ও প্রতিমা তৈরি করে নজর কাড়তে চলেছে ২০২৩ এর দুর্গা পূজার।মেদিনীপুর শহরের পাটনা বাজার সার্বজনীন আদি অকালবোধন দুর্গোৎসবের এবারের বাজেট প্রায় সাড়ে চার লক্ষ টাকা।আর তারা এই সাড়ে চার লক্ষ টাকা বাজেটে গড়ে তুলেছে মৌচাকের আদলে মন্ডপ।যেখানে মৌচাকের উপর বসেই মৌমাছি,মধু জমা করছে এর সঙ্গে থাকছে মণ্ডপের সঙ্গে সামঞ্জস্য রেখে প্রতিমা। এবছর এই পুজো ৭২ বছরে পদার্পণ করলো। প্রতিমা ও থিম নিয়ে বাজেট রাখা হয়েছে প্রায় সাড়ে চার লক্ষ টাকা।

এ বিষয়ে পুজো কমিটির অন্যতম সদস্য প্রসেনজিৎ পাণ্ডব বলেন প্রতিবছরই নতুন নতুন থিমের উপহার থাকে এই মন্ডপে।এবারও তার কোন খামতি থাকছে না। পুজোর এই কটা দিন থাকছে নানান ধরনের অনুষ্ঠান। এরই সঙ্গে ষষ্ঠী থেকেই আমাদের মন্ডপের দরজা খুলে দেওয়া হবে দর্শনার্থীদের জন্য।


Share

dnews.in