পুজোয় ভিড় সামলাচ্ছে THG ফোর্স! বিকেল দিকে গভীর রাত পর্যন্ত চলছে ডিউটি দেখুন কোথায়

Share

নিজস্ব প্রতিনিধি,মেদিনীপুর :

পুলিশের বড় বড় আধিকারিক,আইসি,এস আই,এএসআই,কনস্টেবল সিভিকের পর এবার ময়দানে টেম্পোরারি হোম গার্ড ওরফে THG বাহিনী। মূলত এই পুজোর সময় এই টেম্পুরারি ছেলেদের নেওয়া হয় এই হোম গার্ডের চাকরিতে।প্রতিদিন ৫০০ টাকার বিনিময়ে তাদের চাকরিতে রাখা হয়।ডিউটি দেওয়া হয় বিকেল পাঁচটা থেকে ভোর রাত পর্যন্ত।

পুজোর যানবাহনমানুষের ভিড় প্রভৃতি মোকাবিলা করার জন্যই মেদিনীপুর কোতোয়ালিতে এই ফোর্স রাখা হয়েছে।রীতিমতো দাপিয়ে তারা ডিউটি পালন করছেন রাস্তায় রাস্তায়। সূত্র অনুযায়ী মেদিনীপুর কোতোয়ালিতে প্রায় ৪০০ এই হোম গার্ড কর্মী নেওয়া হয়েছে।পুজোর তাদের সরিয়ে দেওয়া হয়। মেদিনীপুরের বাস্তবহুল কেরানীতলা,এলআইসি বটতলা,রাঙ্গামাটি সব ভিন্ন ভিন্ন জায়গায় সাদা গেঞ্জি পড়ে এই হোম গার্ডদের দেখা গেল।


Share

dnews.in