Tmc Blood Camp:ঘরের ছেলে জিতেছে বিপুল ভোটে!আনন্দে রক্তদান শিবিরের আয়োজন তৃণমূল শহর কংগ্রেসের

Share

নিজস্ব প্রতিনিধি,মেদিনীপুর:

চিরদিন দলের ম্যানেজার হিসেবে কাজ করেছেন এবার তিনি জেলা সভাপতির পাশাপাশি মেদিনীপুরের বিধায়ক।আর উপনির্বাচনে বিধায়ক হতেই রক্তদান শিবিরের আয়োজন তৃণমূল শহর কংগ্রেসের।এই রক্তদান শিবিরে কয়েক শতাধিক রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করলেন।

তৃণমূলের রক্তদান

রক্তের সংকট মেটাতে এবং ঘরের ছেলে বিধায়ক হতেই রক্তদান শিবিরের আয়োজন শাসক দলের,মেগা রক্তদান শিবিরে পুরুষ মহিলা মিলে কয়েক শতাধিক রক্তদান। এরকমই ছবি মেদিনীপুর শহরে।প্রসঙ্গত এবারের মেদিনীপুর উপ-নির্বাচনে বিজেপি প্রার্থী শুভজিৎ রায়ের বিপক্ষে দাঁড়িয়েছিলেন মেদিনীপুরের সাংগঠনিক জেলা সভাপতি তথা স্থায়ী বাসিন্দা সুজয় হাজরা।দীর্ঘদিনের একনিষ্ঠ কর্মী এবং বিভিন্ন সময় সেনাপতি হিসেবে তিনি দলের কাজ করে গেছেন।আর তাই বিধায়ক হিসেবে দাঁড়িয়েই জেতা কে বিপুল সাফল্য মলে মনে করছে শাসক দল।এই দিন ঘরের ছেলে সুজয় ভোটে জেতার আনন্দে রক্তদান শিবিরের আয়োজন করল শহর তৃণমূল কংগ্রেস। মেদিনীপুর শহরের নানুর চকের জেলা কার্যালয়ে এদিন এই রক্তদান শিবিরের আয়োজন করা হয় যেখানে পুরুষের পাশাপাশি মহিলাদের সংখ্যা ছিল অধিক।

সারাদিনব্যাপী রক্তদান শিবিরে কয়েক শতাধিক রক্তদান করেন রক্তদাতারা।এই রক্তদান শিবিরে রক্তদাতাদের উৎসাহিত করতে উপস্থিত হয়েছিলেন জেলা তৃণমূল সভাপতি তথা নব্য বিধায়ক সুজয় হাজরা,শহর-সভাপতি বিশ্বনাথ পাণ্ডব সহ তৃণমূলের নেতা কর্মী ও বিধায়করা। শেষ পর্যন্ত প্রায় 224 জন রক্তদাতা এদের রক্তদান করলেন এই শিবিরে।

এ বিষয়ে তৃণমূলের শহর-সভাপতি বিশ্বনাথ পাণ্ডব বলেন, “ঘরের ছেলে,দীর্ঘদিনের একনিষ্ঠ কর্মী সুজয় হাজরা। ভোটে দাঁড়িয়ে বিপুল ভোটে জিতেছে।সেই আনন্দ এবং সেই সঙ্গে মেদিনীপুর ব্লাড ব্যাংক গুলিতে রক্তের সংকট মেটাতে এই রক্তদানের শিবিরের আয়োজন।যতক্ষণ পর্যন্ত রক্তদাতারা এই শিবিরে এসে রক্তদান করবেন ততক্ষণ পর্যন্ত আমাদের এই শিবির চলবে।


Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

dnews.in