Trade Fair : খড়গপুরে হতে চলেছে ট্রেড ফেয়ার ! 5 দিনের ট্রেড ফেয়ারে অংশ নেবে শতাধিক ছোট ছোট ভেন্ডাররা

Share

নিজস্ব প্রতিনিধি,মেদিনীপুর :

ডিসেম্বরে শুরু হচ্ছে ট্রেড ফেয়ার ২০২৩। এবারের ট্রেড ফেয়ার হচ্ছে খড়্গপুরে। উদ্যোক্তা MSME র বিসিসিআই ও ডি সি সি আই। আর তা নিয়েই এই দিন মেদিনীপুরের একটি লজে অনুষ্ঠিত হলো সাংবাদিক বৈঠক। এই বৈঠকে এই মেলা নিয়ে যাবতীয় খুঁটিনাটি তথ্য তুলে ধরেন অধিকর্তারা।এই ট্রেড ফেয়ার (ভেন্ডর ডেভলপমেন্ট প্রোগ্রাম) উদ্যোক্তা BCC &I এবং DCCI।এই ট্রেড ফেয়ার চলবে আগামি ১৪ ডিসেম্বর থেকে ১৮ ই ডিসেম্বর।এই ট্রেড ফেয়ার এবারে মেদিনীপুর ছাড়িয়ে অনুষ্ঠিত হবে ইন্দার খড়গপুর কলেজের মাঠে।থাকছে MSME র কয়েকশো ভেন্ডর। এইদিন এই সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন MSME এর চেয়ারপার্সন ইন্দ্রনীল দত্ত,সুপ্রিয় ঘোষ,প্রদীপ কুমার দাস,চন্দন রায়,মাহিন্দ্রা গান্ধী,রাজকুমার দাইমা সহ বিশিষ্ঠ ব্যক্তিবর্গ।

এদিন BCC & I সদস্য সুপ্রিয় বাবু বলেন এই বছর এত বড় ট্রেড ফেয়ার হতে চলেছে এবার রেল শহর খড়্গপুরে।যেখানে সকল ভেন্ডাররা অংশগ্রহণ করতে পারবে। তবে বেশ কিছু ভেন্ডার এখনো বাদ রয়েছে প্রসঙ্গে প্রশ্নে তিনি বলেন কোথাও কোথাও সরকারি কিছু সমস্যা এবং ফাঁকফোকর রয়ে গেছে।যার জন্যই বেশ কিছু ভেন্ডার এখনও বাদের খাতায় রয়ে গেছে।তবে এইগুলো সরকারের নজর দেওয়া উচিত বলেও তিনি মনে করেন।


Share

dnews.in