Vidyasgar University: বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে নবীনবরনে হাতাহাতির ঘটনায় বন্ধ হল অনুষ্ঠান!আক্রান্ত কয়েকজন ছাত্রছাত্রী,অভিযুক্ত তৃণমূল

Share

নিজস্ব প্রতিনিধি,মেদিনীপুর:

নবীন বরণ অনুষ্ঠানে চলাকালীন শাসকদলের গোষ্ঠীদ্বন্দ্বে আহত হল রানিং পড়ুয়ারা। আহত পড়ুয়াদের ভর্তি করা হলো মেদিনীপুর মেডিকেল কলেজে হাসপাতালে।এই ঘটনায় ক্ষুব্ধ পড়ুয়ারদের দাবি অবিলম্বে এই শাসকদলের ছাত্র এবং বহিরাগতদের বিরুদ্ধে পুলিশের কঠোর ব্যবস্থা নিতে হবে,ব্যবস্থা নিতে হবে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের।যদি কঠোর ব্যবস্থা না নেওয়া হয় তাহলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনের হুমকি ছাত্রছাত্রীদের।

বেশ শুরু হয়েছিল অনুষ্ঠান,কয়েক ঘন্টা চলার পরেই হঠাৎ শুরু হল তুমুল বাগবিতণ্ডা।অবশেষে হাতাহাতির পর্যায়ে মার খেলেন বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের রানিং পড়ুয়ারা আর তাতেই বন্ধ হল অনুষ্ঠান।শেষে শিল্পীরা পাত তাড়ি গুটিয়ে এলাকা ছাড়েন এরকমই ঘটনা পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর শহরের বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের।ঘটনা ক্রমে জানা যায় এই দিন ছিল নবীন বরণ অনুষ্ঠান বিদ্যাসাগর বিশ্ব বিদ্যালয়ের। রীতিমতো মঞ্চ বেঁধে এই অনুষ্ঠান আয়োজন করেছিল ছাত্র সংসদ।শিল্পী ছিলেন ইমন।অনুষ্ঠান শুরু হয়েছিল কয়েকটি নাচ গান দিয়ে, তারপরেই শুরু হল বাগবিতণ্ডা। অভিযোগ এই অনুষ্ঠানের পেছনেই এই বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের শাসক দলের দুই গোষ্ঠীর মধ্যে হাতাহাতি এবং বাক বিতণ্ডায় চলছিল।সেই ঘটনার প্রতিবাদ করাতেই রানিং স্টুডেন্টদেরও বেধড়ক মারধর করা হলো তাদের।এই মারধরের হাত থেকে ছাড় পাইনি ছাত্রীরা।এরপর এই প্রতিবাদে মুখর হয় রানিং পড়ুয়ারা।তারা দাবি তোলেন অবিলম্বে দোষী ব্যক্তিদের গ্রেপ্তার করতে হবে এবং শাস্তি দিতে হবে।এই ঘটনায় পুলিশে জানালে পুলিশ ও ঘটনাস্থলে পৌঁছয়।

তারা ছাত্র-ছাত্রীদের অভিযোগ শোনেন ,অভিযোগ শোনেন বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের।এই মারধরের ঘটনায় আহত হয় চার পড়ুয়া, যার মধ্যে দুজন ছাত্রী রয়েছে।তাদের ভর্তি করা হয় মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে।

পড়ুয়া নিরঞ্জনা ত্রিপাঠী ও আকাশমণ্ডল বলেন,”মাঝে মাঝে ওদের মধ্যে গন্ডগোল চলে। আজকেও ওরা নিজেদের দুই গোষ্ঠীর মধ্যে গন্ডগোল চলছিল।সেই গন্ডগোল আমাদের অনুষ্ঠানে এসে পড়ে।আমরা তার প্রতিবাদ করাতেই আমাদেরকে বেধড়ক মারধর করা হয়।আমাদের সাত আট জন আহত হয়েছে আমরা চাই ওই অভিযুক্ত শাসকদলের ছাত্রদের গ্রেপ্তার করুক পুলিশ। প্রয়োজনে বিশ্ববিদ্যালয় থেকে কড়া ব্যবস্থা নিক। আমাদের এখানে নিরাপত্তা নেই,আমরা নিরাপত্তা হীনতায় ভুগছি।

যদিও এ ঘটনায় বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিশেষ কিছু বলতে রাজি হননি।রেজিস্টার্ড জয়ন্ত কিশোর নন্দী বলেন বিষয়টি নিয়ে আমরা অভিযোগ পেয়েছি।আমরা খতিয়ে দেখব খতিয়ে দেখে ব্যবস্থা নেব।

যদিও এই ঘটনায় সরব হয়েছে শাসক দল।পশ্চিম মেদিনীপুর তৃণমূল সাংগঠনিক জেলা সভাপতি সুজয় হাজরা বলেন ছাত্র-ছাত্রীদের অনুষ্ঠানে এভাবে দাদাগিরি কোনভাবে আমরা বরদাস্ত করবো না।একটা অনুষ্ঠানে যারা গন্ডগোল করে মারধর করেছে তাদের বিরুদ্ধে পুলিশি ব্যবস্থা নেওয়ার আবেদন করব।


Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

dnews.in