নিজস্ব প্রতিনিধি,মেদিনীপুর :
মেদিনীপুর জেলা ও শহরে বসছে ওয়াচ টাওয়ার।গোটা শহর থেকেই সময় দেখা যাবে এই ওয়াচ টাওয়ারে।মূলত কালেক্টরেটের তিন রাস্তার মোড়ে এই টাওয়ার বসাচ্ছে প্রশাসন। সৌন্দর্যায়নের আরেক ধাপ মেদিনীপুর।
প্রসঙ্গত উল্লেখ্য এখন চলছে বিপ্লবী শহর এই পশ্চিম মেদিনীপুরের সৌন্দর্যায়নের কাজ।রাস্তাঘাট ফুটপাত বিভিন্ন বিখ্যাত জায়গা সহ চলছে সবই রং করে সরিয়ে তোলার কাজ এবার শহরে উদ্বোধন হতে চলেছে ওয়াচ টাওয়ার। মূলত MKDA (মেদিনীপুর খড়গপুর ডেভলপমেন্ট অথরিটি)এর সহযোগিতায় এই টাওয়ার বসেছে মেদিনীপুর শহরের কালেক্টরেটে মোড়ে।যেখান থেকে ঢোকার মূল রাস্তার সমস্ত মানুষই দেখতে পাবে এই টাওয়ারকে।একদিক থেকে যেমন জজকোর্ট হয়ে কেরানীতলার মানুষজন যখন আসছে তারা যেমন দেখতে পাবে অন্যদিকে পঞ্চুর চক এলআইসি হয়ে আসা মানুষজনও দেখতে পাবে এই টাওয়ারকে।ঠিক একই ভাবে বাসস্ট্যান্ড এবং পুলিশ লাইন থেকে আসা মানুষজনও দূর দূরান্ত থেকে দেখতে হবে এই টাওয়ারের ঘড়ির সময়।উল্লেখ্য এর আগে এই ওয়াচ টাওয়ার দেখা গেছে জেলার শেষ প্রান্ত ঘাটালে।এরপর এই টাওয়ার দেখা গেল মেদিনীপুর শহরে। সূত্র অনুযায়ী এই ওয়াচ টাওয়ার তৈরি করতে প্রায় ৩৫ লক্ষ টাকা খরচা হয়েছে এর উচ্চতা ৩০-৩৫ ফুট। চার রাস্তার মোড়ে চারদিক থেকেই দেখা যাবে এই ওয়াচ টাওয়ারকে।