Midnapore Conference: এবার রাজনৈতিক সংগঠন হিসেবে আত্মপ্রকাশ করে প্রথম সম্মেলনের আয়োজন পশ্চিমবঙ্গ কলেজ ক্যাজুয়াল নন-টিচিং স্টাফেদের

Share

নিজস্ব প্রতিনিধি,মেদিনীপুর:

ফেডারেশন হলে অনুষ্ঠিত হলো পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশন এর পশ্চিমবঙ্গ কলেজ ক্যাজুয়াল নন-টিচিং স্টাফ রাজ্য কমিটি(শিক্ষা রাজ্য শাখা) প্রথম পশ্চিম মেদিনীপুর জেলা সম্মেলন।চারা গাছ বিতরণ,নতুন কমিটি গঠন এবং কেক কাটার মধ্য দিয়ে সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন সম্মেলন নিয়ে বেশ কিছু বক্তব্য রাখেন অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা।

বেশ কিছু দাবি দাওয়ার ভিত্তিতে পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারী ফেডারেশনের অন্তর্গত পশ্চিমবঙ্গ কলেজ ক্যাজুয়াল নন টিচিং টাফ দের প্রথম জেলা সম্মেলন অনুষ্ঠিত হলো মেদিনীপুর শহরের ফেডারেশন হলে।এই অনুষ্ঠানটির উদ্বোধন করেন পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারী ফেডারেশনের পশ্চিম মেদিনীপুর জেলা সভাপতি শীতল প্রসাদ বিদ ও ফেডারেশনের অন্তর্গত পশ্চিমবঙ্গ কলেজ ক্যাজুয়াল নন টিচিং স্টাফ দের রাজ্য সভাপতি সুশান্ত কুমার পণ্ডা,রাজ্য সংগঠনের চিফ এডভাইজার রণজিৎ দত্ত।এইদিন বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেদিনীপুর বিধানসভার বিধায়ক ও পশ্চিম মেদিনীপুর জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি সুজয় হাজরা ও মেদিনীপুর পৌরসভার পৌরপিতা সৌমেন খান,সুনীল কর সহ অন্যান্যরা।

সেই সঙ্গে উপস্থিত ছিলেন মেদিনীপুরের মেদিনীপুর শহরের কাউন্সিলার ও মেদিনীপুর কলেজের শিক্ষাকর্মী সীমা ভকত মহাশয় সহ ফেডারেশনের বিভিন্ন শাখা সংগঠনের পদাধিকারীরা।এই সম্মেলনে পরিবেশ রক্ষার বার্তা দিয়ে গাছে জল দিয়ে অনুষ্ঠানটির উদ্বোধন করা হয়।এরপর উপস্থিত সকল অতিথিদের হাতে চারা গাছ তুলে দেওয়া হয়।সেই সঙ্গে সম্মেলন থেকে নতুন জেলা কমিটি করা হয় ও মেদিনীপুর কলেজের শিক্ষাকর্মী আশিস মন্ডল এর হাতে সভাপতির দায়িত্ব তুলে দেওয়া হয়।প্রসঙ্গত,এর আগে এই নন টিচিং স্টাফরা একটি অরাজনৈতিক সংগঠন হিসেবেই পালন করেছিলেন।কিন্তু পর্যায়ক্রমে বিভিন্ন দাবি দাওয়া তাদের পূরণ হচ্ছিল না। এরপর তারা আর রাজনীতিতে অংশগ্রহণ করে সক্রিয়ভাবে সংগঠন নামে প্রকাশ পেলেন এবং এদিন তার প্রথম সম্মেলন অনুষ্ঠিত হলো।

সংগঠনের রাজ্য সহ সম্পাদক প্রকাশ মিশ্র বলেন, “এতদিন আমরা একটি অরাজনৈতিক সংগঠন হিসেবে বিভিন্ন জায়গায় এই শাসকদলের হয়েই কাজ করে এসেছি। এবার আমরা সরাসরি ফেডারেশনে যুক্ত হয়ে রাজনৈতিকভাবে কাজ শুরু করব।সামনেই বিধানসভা ভোট তার আগেই আমরা রাজনৈতিক ভাবে সংগঠনে আত্মপ্রকাশ পেয়েই কাজে নেমে পড়বো এবং নিজেদের দাবি দাওয়ার ভিত্তিতেই আজকে এই সম্মেলন অনুষ্ঠিত হলো। যদিও তিনি উল্লেখ করেন এর আগে তারা অরাজনৈতিকভাবে শাসকদলের হয়ে কাজকর্ম করেছেন এবং যোগ দিয়ে থেকেছেন।


Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

dnews.in