Ambulance Accident: উড়িষ্যা থেকে ট্রিটমেন্ট করে ফেরার পথে দুর্ঘটনা গ্রস্থ অ্যাম্বুলেন্স!অল্পের জন্য রক্ষা যাত্রীদের

Share

নিজস্ব প্রতিনিধি,নারায়নগড়:

রোগী নিয়ে বাড়ি ফেরার পথে ফের দুর্ঘটনার কবলে পড়লো রোগী বোঝাই অ্যাম্বুলেন্স।দুর্ঘটনায় আহত হয়েছেন একজন।দুর্ঘটনাটি ঘটেছে খড়গপুর বালেশ্বর ১৬ নম্বর জাতীয় সড়কের নারায়ণগড় থানার ডহরপুর এলাকায়।

ঘটনা ক্রমে জানা যায় “বুধবার রাত্রি দুটো কুড়ি মিনিট নাগাদ ওড়িশা থেকে রোগী নিয়ে মেদিনীপুরের শালবনির পিড়াকাটাতে ফেরার পথে পেছন থেকে কোন এক অজানা গাড়ি ধাক্কায় নিয়ন্ত্রণ হারিয়ে জাতীয় সড়কের ধারে থাকা গাছ ভেঙে উল্টে যায়। দুর্ঘটনায় গুরুত্বর আহত হন অ্যাম্বুলেন্স এর মধ্যে থাকা একজন।খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় নারায়ণগড় থানার পুলিশ ও জাতীয় সড়ক কর্তৃপক্ষ।এরপর স্থানীয় পেট্রোল পাম্পে কাজ করা কর্মীদের সহযোগিতায় আহত ওই ব্যক্তিদের উদ্ধার করে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে।সেখানে প্রাথমিক চিকিৎসার পর আহতকে ছেড়ে দেওয়া হয়েছে বলে খবর।

পেট্রোল পাম্পে কর্মরত কর্মী জানান “রাতে পাম্পে থাকা কালীন হঠাৎ করে একটা বিকট আওয়াজ শুনে দৌড়ে গিয়ে দেখি একটি অ্যাম্বুলেন্স দু পাল্টি খেয়ে রাস্তার ধারে পড়ে রয়েছে। এরপর পুলিশ ও জাতীয় সড়ক কর্তৃপক্ষের সহযোগিতায় তাদের উদ্ধার করা হয়”।পরে জাতীয় সড়ক কর্তৃপক্ষের সহযোগিতায় ক্রেন দিয়ে দুর্ঘটনাগ্রস্থ অ্যাম্বুলেন্সটিকে আটক করে নারায়ণগড় থানার পুলিশ।

প্রসঙ্গত,বেশ কয়েকদিন আগে খড়গপুর বালেশ্বর ১৬ নম্বর জাতীয় সড়কেরই দাঁতন থানার বামনপুকুর এলাকায় চন্দ্রকোনা থেকে রোগী নিয়ে ওড়িশা যাওয়ার পথে কন্টেইনারের পিছনে ধাক্কা মেরে দুর্ঘটনার কবলে পড়েছিল একটি রোগী বোঝাই অ্যাম্বুলেন্স।আর তাতে মৃত্যু হয়েছিল অ্যাম্বুলেন্সের চালকের,আহত হয়েছিলেন চার জন।সেই ঘটনা ঘটার কয়েকদিনের মধ্যেই ফের জাতীয় সড়কের উপর দুর্ঘটনার কবলে পড়লো আবার একটি রোগী বোঝাই অ্যাম্বুলেন্স।

গত কয়েকদিনে পরপর দুটি অ্যাম্বুলেন্স জাতীয় সড়কের উপর দুর্ঘটনার কবলে পড়ায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।


Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

dnews.in