The villagers are angry about the Ration : রাজ্যে খাদ্যমন্ত্রীর ED হেফাজতের মধ্যে রেশন ডিলার নিয়ে অসন্তোষ গ্রামবাসীদের!দেখানো হলো বিক্ষোভ

Share

নিজস্ব প্রতিনিধি,নারায়ণগড় :

রেশন ডিলার বাজে ব্যবহার করে রেশন মাল আনতে গেলে নানা রকম কটু কথা বলে এবং মারধরও করে।তাই তাদের এলাকার রেশন ডিলারের বদলি চাই -এমন দাবি নিয়ে গ্রামবাসীরা বিক্ষোভ দেখালো নারায়ণগড় ব্লকের খাদ্য সরবরাহ দফতরের সামনে।তাদের দাবি অবিলম্বে পরিবর্তন করতে হবে এই ডিলার কে।

রেশন দুর্নীতি নিয়ে এই মুহূর্তে রাজ্যজুড়ে চলছে ব্যাপক আলোড়ন। আর তার মাঝে এবার রেশন ডিলারের বিরুদ্ধে অসন্তোষ দেখাল এলাকাবাসি।সেই অসন্তোষের জেরে রেশন সামগ্রী না নিয়ে বিক্ষোভ এলাকার মানুষের।মঙ্গলবার নারায়ণগড় ব্লকের খাদ্য সরবরাহ দফতরের সামনে বিক্ষোভ দেখালেন হেমচন্দ্র পঞ্চায়েতের বড়মোহনপুরও আমিডাঙ্গর এলাকার দুই শতাধিক পরিবার।ব্লক খাদ্য সরবরাহ দফতরের আধিকারিককে স্মারকলিপিও তুলে দেন তারা। আন্দোলনকারীদের বক্তব্য এলাকার রেশন ডিলার তার গ্রাহকদের সঙ্গে দুর্ব্যবহার করেন।নির্বাচনের সময় মারধর এমনকি ভোট দিতে যেতে বাধা দিয়েছিলেন। রেশন আনতে গেলে কটু ভাষায় গালাগালি দেন।তাই তার কাছে রেশন না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন প্রায় দুই শতাধিক পরিবার।রেশন ডিলার পরিবর্তনের দাবি তুলেছেন তারা।যদিও এদিনের এই বিক্ষোভ আন্দোলনের পর দ্রুত সমস্যার সমাধানের আশ্বাস দিয়েছে প্রশাসন।


Share

dnews.in