Keshiary Agitation: “রাস্তা না হলে ছাড়ছি না!” প্রশাসনিক আধিকারিক সহ ইঞ্জিনিয়ার কে আটকে রেখে বিক্ষোভ গ্রামবাসীদের

Share

নিজস্ব প্রতিনিধি,কেশিয়াড়ী:

ভোট এলেই মিলে প্রতিশ্রুতির ফুলঝুরি আর ভোট পেরোলে দেখা ও পাওয়া যায় না নেতা থেকে শাসক প্রতিনিধিদের।এবার পাঁচটা গ্ৰামের মানুষ একত্রিত হয়ে ভোট বয়কটের ডাক দিল পশ্চিম মেদিনীপুর জেলার কেশিয়াড়ী ব্লকে।

মূলত কেশিয়াড়ী ব্লকের আনাড়,সুখডুবি,বরদা, লালপুর, শ্রীপুর সহ পাঁচটা গ্ৰামের মানুষ নাজেহাল হয়ে ভুগছে বেহাল রাস্তার।আনাড় থেকে প্রায় ৪ কিঃমিঃ রাস্তা দীর্ঘদিন ধরে বেহাল আর ওই পথে প্রাইমারি স্কুল থেকে অঙ্গনওয়াড়ী কেন্দ্র অবস্থিত।যাতে করে প্রতিনিয়ত জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত করে এলাকাবাসী।এলাকাবাসীর অভিযোগ সিপিআইএম এর আমলে যা রাস্তা হয়েছিল এই সরকার আসার পর থেকে কোন কাজ হয়নি।রাস্তার জন্য ভোটের সময় ভুরি ভুরি প্রতিশ্রুতি মিলেছে রাস্তা নিয়ে কিন্তু বাস্তবে পূরন হয়নি।তাই এবার রাস্তা পরিদর্শন কারী প্রশাসনিক আধিকারিক ও ইঞ্জিনিয়ার কে আটকে রেখে বিক্ষোভ দেখান এলাকার মানুষজন।পাশাপাশি ভোট বয়কটেরও ডাক দেওয়া হয় এদিনের বিক্ষোভ থেকে।

এলাকাবাসীর অভিযোগ,”মুখ্যমন্ত্রী আদিবাসী সমাজের জন্য ভাবেন কিন্তু এই এলাকায় প্রায় ৩০০ পরিবার আদিবাসী।তাদের সাথে কেন এমন ব্যবহার করা হচ্ছে তারও প্রশ্ন তোলেন তারা। তাদের এও অভিযোগ এলাকায় কেউ অসুস্থ হলে গাড়ি ঢোকে না, রোগীকে কাঁধে বয়ে নিয়ে যেতে হয়।সরকার আবাস যোজনার বাড়ি দিয়েছে কিন্তু রাস্তাতে কোনো গাড়ি ঢুকে না তাই তৈরি ও হয়নি।”

যদিও প্রায় ঘন্টা দুয়েক বিক্ষোভের পর কেশিয়াড়ী পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রশাসনিক আধিকারিক সহ ইঞ্জিনিয়ার কে উদ্ধার করে নিয়ে যায়। যদিও ক্ষুদ্র মানুষজন এই সমস্যা সমাধান না হলে যেমন ভোট বয়কট করবেন পাশাপাশি বিডিও অফিস ঘেরাও করার ও হুঁশিয়ারি দেন।


Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

dnews.in