Abhishek’s birthday celebration : অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন উপলক্ষ্যে কর্নগড়ে পুজো শালবনি টিম অভিষেকের!কামনা করা হলো দীর্ঘায়ুর

Share

নিজস্ব প্রতিনিধি,কর্ণগড় :

আজ ছিল সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন।সেই জন্মদিন উপলক্ষে টিম অভিষেক শালবনির পক্ষ থেকে কর্নগর মহামায়া মন্দিরে পুজো সঙ্গে তার দীর্ঘায়ু কামনা করলেন কর্মীরা।

প্রসঙ্গত রাজ্য ও রাজনীতিতে এখন সংঘাত চলছে শাসক বনাম বিরোধী কিন্তু তারই মধ্যে যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায় জন্মদিন পালন করল শালবনী টিম অভিষেক।এদিন এই টিমের সদস্যরা প্রথমে কর্নগড় মা মহামায়া মন্দিরে ফলমূল,ফুল, নৈবেদ্য সহকারে পুজো দিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘায়ু কামনা করেন।

এরপর তারা কেক কেটে স্থানীয় মানুষদের মধ্যে বিতরণ করে এই দিনটিকে সাফল্যমন্ডিত করেন। শালবনি টিম অভিষেকের পক্ষ থেকে সন্দীপ সিংহ নেতৃত্ব দিয়েছিলেন।এরই সঙ্গে ছিলেন তার টিমের অজস্র কর্মী।এবারে অভিষেক বন্দ্যোপাধ্যায় ৩৬ তম জন্মদিন পালন করল তারা। যদিও এই দিন গোটা রাজ্যজুড়েই তৃণমূলের পক্ষ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন পালন করা হয় এবং সেই ছবি ছাড়া হয় বিভিন্ন সোশ্যাল মাধ্যমে।


Share

dnews.in