Amrit kalas : অমৃত ভাটিকার জন্য মাটি সংগ্রহের কাজ চালিয়ে যাচ্ছে শালবনীর CISF ইউনিট

Share

নিজস্ব প্রতিনিধি,শালবনি :

নভেম্বরে দিল্লিতে অনুষ্ঠিত হবে অমৃত বাটিকার অনুষ্ঠান। যাতে অংশ নেবে দেশের প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদি।আর এখন চলছে সেই অমৃত বাটিকার জন্য জেলা শহর থেকে মাটি নেওয়ার কাজ। ইতিমধ্যেই নির্দিষ্ট কর্মসূচি অনুযায়ী শালবনী নোট মুদ্রণ কেন্দ্রের BRBNMPL সিআইএসএফ ইউনিট জেলার বিভিন্ন জায়গা থেকে মাটি সংগ্রহ করছে।

তারা যেমন একদিকে বিভিন্ন বিপ্লবীদের বাড়ি থেকে মাটি সংগ্রহ করছে তেমনি অন্যদিকে দেশের জন্য প্রাণ দেওয়া শহীদ জওয়ানদের বাড়ি থেকেও অল্প অল্প করে মাটি সংগ্রহের কাজ চালিয়ে যাচ্ছেন। এই কাজ চলবে আগামী ১ থেকে ১৩ই অক্টোবর পর্যন্ত। এই দিন গড়বেতা এক দুই ও তিন নম্বর সহ গনগনি এলাকা থেকে এই মাটি সংগ্রহ এবং সেই মাটিকে একসাথে মেশানোর কাজ করেন ইউনিটের সদস্যরা। গ্রামে গ্রামে বিভিন্ন মানুষের বাড়ি থেকেও মাটি সংগ্রহ করে একসাথে মিশিয়ে তা পৌঁছে দেওয়া হবে কলকাতায় এবং কলকাতা থেকে সব একসাথে মিশে গিয়ে পৌঁছে যাবে দিল্লি। এদিনের কর্মসূচিতেও অংশ নিয়েছিলেন সিআইএসএফ কমান্ড্যান্ট চঞ্চল সরকার সহ তার ইউনিটের সদস্যরা।


Share

dnews.in