নিজস্ব প্রতিনিধি,শালবনী :
মঙ্গলবার শালবনী ক্রিয়েটিভ আর্ট স্কুলের উদ্যোগে অনুষ্ঠিত হলো একটি আর্টের কর্মশালা ও প্রদর্শনী।এদিন এই কর্মশালায় অংশ নেন শতাধিক আর্টের প্রতিযোগীরা।এই কর্মশালা অনুষ্ঠিত হয় শালবনি রেলওয়ে কমিউনিটি হলে।এই কর্মশালায় উপস্থিত ছিলেন সংস্থার কর্ণধার কণিকা মাহাতো,মেদিনীপুর সাংগঠনিক জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি সন্দীপ সিংহ প্রমুখ। প্রসঙ্গত এর আগেও এই সংস্থা ক্রীড়া,সংস্কৃতি প্রভৃতি বিষয় নিয়ে নানারকম কর্মসূচি করেই থাকে এলাকায়। জঙ্গলমহল এই শালবনীতে আর্টের দক্ষতা এবং প্রতিভা খুঁজে আনার লক্ষ্যই এই সংস্থার।
এইদিন সংস্থার কর্নধার কণিকা মাহাতো বলেন মূলত জঙ্গলমহলে এই যারা ছবি আঁকে এবং বিভিন্ন জায়গায় প্রদর্শন করেন তাদের মধ্যে দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে আমাদের উদ্যোগ।এছাড়াও আমরা সারা বছরই নানারকম কর্মকাণ্ড করে থাকি।পুজোর প্রাক্কালে এই অনুষ্ঠান অনেকটাই নজর করে কেড়েছে জেলা বাসির।