নিজস্ব প্রতিনিধি, খড়্গপুর :
তৃণমূল হতাশা হয়ে অশান্তি সৃষ্টি করছে কেশপুরের গন্ডগোল নিয়ে মন্তব্য দিলীপ ঘোষের, প্রসঙ্গত এদিন খড়গপুরে ভোট দিতে এসেছিলেন বিদায়ী সাংসদ বিজেপি নেতা দিলীপ ঘোষ। তিনি ভোট দেওয়ার পর সাংবাদিকদের মুখোমুখি হন এবং এই মেদিনীপুর ও কেশপুরের হিংসা নিয়ে মন্তব্য করেন। তিনি বলেন কেশপুরের কয়েকটি বিক্ষিপ্ত ঘটনা ছাড়া সব জায়গায় শান্তিপূর্ণ ভোট হচ্ছে এবং ভোট দিতে পারছেন ভোটাররা। কেশপুরে গতভোট একতরফা লক্ষাধিক ভোটের লিড নিয়ছিল তৃণমূল এবার তা যাতে না হয় সেটা আটকানোর চেষ্টা করছে হিরন