নিজস্ব প্রতিনিধি,নারায়ণগড় :
পশ্চিম মেদিনীপুর জেলার নারায়ণগড় ব্লকের ফুলগেড়িয়া গ্রামে ভাতৃদ্বিতিয়ার দিন গণ ভাইফোঁটায় উপস্থিত হলেন বিজেপির কেন্দ্রীয় মুখপাত্র ভারতী ঘোষ।বুধবার দুপুর বেলা মকরামপুর এর ফুলগেড়িয়া গ্রামে আসেন ভারতী ঘোষ। এই গ্রামে বিরসা মুন্ডার মূর্তিতে মাল্যদান করেন ভারতী ঘোষ সহ উপস্থিত সকল বিজেপি নেতৃত্বরা। উল্লেখ্য আজকের দিনেই ভারতবর্ষের প্রথম স্বাধীনতা সংগ্রামী বিরসা মুন্ডার জন্ম দিবস।আর এই জন্ম দিবস সাড়ম্বরে উদযাপিত করা হলো বুধবার। অন্যদিকে ভাতৃদ্বিতীয়া উপলক্ষে এই গ্রামে আয়োজন ছিল গণ ভাইফোঁটার। প্রায় ৭০ জন আদিবাসী সম্প্রদায়ের ছেলেদের ভাইফোঁটা দেওয়া হয় ছোট্ট একটি অনুষ্ঠানের মাধ্যমে।
এইদিন ভারতী ঘোষ বলেন এখানে ভাইদের কপালে ফোঁটা দিলাম দিয়ে তাদের আয়ু বৃদ্ধি কামনা করলাম। এইসঙ্গে গ্রামের ভাইদের বলবো বিরসা মুন্ডাকে দেখে বড় হওয়ার জন্য এবং আগামী দিনে বিরসা মুন্ডার মতন নিজেদের জীবনী তৈরি করার।