![](https://dnews.in/wp-content/uploads/2023/11/IMG_20231123_132744_edited.jpeg)
নিজস্ব প্রতিনিধি,মেদিনীপুর :
রাজ্য ও কেন্দ্রের বিরুদ্ধে একাধিক দাবি নিয়ে রাস্তায় নেমেছে বাম যুব সংগঠন DYFI ।তাদের কর্মসূচি ইনসাফ যাত্রা ইতিমধ্যে দাগ ফেলেছে রাজ্য রাজনীতিতে।তবে এবার ইনসাফ যাত্রার জন্য অর্থ সংগ্রহের রাস্তায় নামলো বামেরা।প্লাস্টিকের ভাঁড় নিয়ে ইতিমধ্যে রাস্তায় রাস্তায় টাকা সংগ্রহে লোকাল কমিটি।জেলার এই লোকাল কমিটির মাধ্যমে তার কয়েক হাজার ভাঁড় থেকে তোলা টাকা পৌঁছে যাবে রাজ্য স্তরে।
![](https://dnews.in/wp-content/uploads/2023/11/IMG-20231102-WA0003_edited.jpeg)
শুরু হয়েছে DYFI এর ইনসাফ যাত্রা এবং সেই ইনসাফ যাত্রা শেষ হবে কলকাতায় ব্রিগেডের সমাবেশের মধ্য দিয়ে।এই ইনসাফ যাত্রার খরচাপাতি এবং ব্রিগেডের অর্থ সংগ্রহের জন্য এবার রাস্তায় নামলো বামেরা।ইতিমধ্যে যুব এবং জেলা দপ্তরের হাতে পৌঁছেছে কয়েক হাজার অর্থ সংগ্রহের ভাঁড়। যে ভাঁড় লোকাল কমিটির মাধ্যমে ডিস্ট্রিবিউট হয়েছে।এই ভাঁড় দিয়ে অর্থ সংগ্রহের নামতে চলেছে বাম যুবকর্মীরা।মূলত মেদিনীপুরে লোকাল কমিটিতে এসেছে এই অর্থ সংগ্রহের জন্য ২০০ প্লাস্টিকের ভাঁড়।মেদিনীপুর জেলায় এইরকম প্রায় ৫০ থেকে ৫৪ টি লোকাল কমিটির জন্য কয়েক হাজার। প্লাস্টিকের ভাঁড় এসেছে ইতিমধ্যে।সেই ভাঁড় নিয়ে এবার রাস্তায় রাস্তায় অর্থ সংগ্রহের কাজে নামতে চলেছে বাম ছাত্র সহ লোকাল কমিটির সদস্যরা।এই ভাঁড়ের যাবতীয় অর্থ সংগ্রহ করার পর একত্রিত হয়ে চলে যাবে রাজ্য কমিটির কাছে এবং সেই টাকায় খরচা হবে ব্রিগেডের সমাবেশে।যদিও সেই ভাঁড় নিয়ে মানুষের কাছে হাজির হচ্ছেন সিপিএমের নেতৃত্ব এবং যে যেমন পাচ্ছেন তাদের সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছেন।সাহায্যের পরিমাণ কোন নির্ধারিত নেই। ১০ টাকা ৫ টাকা থেকে শুরু করে ২০ টাকা ৫০ টাকা ও ১০০ টাকা দিচ্ছেন পথচারীরা।
![](http://dnews.in/wp-content/uploads/2023/11/IMG_20231031_100816_edited-1.jpeg)
প্রসঙ্গত কয়েক বছর ধরেই রাজ্য ও কেন্দ্রে কর্মসংস্থান সংকুচিত।কি রাজ্য কি কেন্দ্র কেউই কাজের সুনিশ্চিত গ্যারান্টি দিতে পারছে না।বহু জায়গায় হাজার হাজার পরিযায়ী শ্রমিক কাজ করছেন,আটকা পড়ছেন।দেশ বিদেশেও ছড়িয়ে রয়েছে এই পরিযায়ী শ্রমিকরা।তারা তাদের ন্যায্য মূল্য পাচ্ছে না।এছাড়াও ধর্মের নামে হানাহানি মারপিট চলছে তাতে মানুষের মধ্যে মানুষের ভেদাভেদ তৈরি হচ্ছে। যার ফলে অন্যদিকে শাকসবজি সহ নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়িয়ে দিচ্ছে এবং পাঠ্যসূচি থেকে রবীন্দ্র নজরুলকে উঠিয়ে দিয়ে ভেদাভেদ তৈরি করছে বর্তমান সরকার।তাই এবার পথেই হবে পথ চেনা। রাস্তায় নেমেছে বাম যুব সংগঠন ডি ওয়াই এফ আই।
![](https://dnews.in/wp-content/uploads/2023/11/IMG_20231123_133255_edited.jpeg)
মূলত গত ৩ ই নভেম্বর কোচবিহার থেকে এই ইনসাফ যাত্রা শুরু হয়েছে। ডিসেম্বরের পর অবশেষে জানুয়ারী ৭ তারিখে ব্রিগেডে গিয়ে শেষ হবে এই ইনসাফ যাত্রা।প্রায় দু মাস ধরে চলবে এই ইনসাফ যাত্রার কর্মসূচি।ইতিমধ্যে মিছিলে অংশগ্রহণ করেছে কিশোর,তরুণ,বয়স্ক সহ সমস্ত ধর্মের এবং ধরনের মানুষজন।এই ইনসাফ যাত্রার কোচবিহার থেকে উদ্বোধন করেন কমরেড মীনাক্ষী মুখার্জি।মূলত লোকসভা ভোটকে কেন্দ্র করে ইতিমধ্যে নিজেদের সংগঠন মজবুত করতে এই যাত্রা বলেই মত রাজনৈতিক মহলে।
![](http://dnews.in/wp-content/uploads/2023/10/WhatsApp-Image-2023-10-29-at-11.15.47-PM-Medium.jpeg)