নিজস্ব প্রতিনিধি,ধেড়ুয়া :
সম্প্রতি মাসখানেক ধরেই জঙ্গলমহল অধ্যুষিত পশ্চিম মেদিনীপুরের শেষ প্রান্ত ধেড়ুয়া চাঁদড়াতে দাপিয়ে বেড়াচ্ছে কুড়িজনের একটি হাতির দল। সেই হাতির দলে যেমন বাচ্চা রয়েছে তেমনি রয়েছে বড় দাঁতাল। ধেড়ুয়ার মালবাঁধি এলাকায় এরকমই একটি ভিডিও দেখা গেল। যে ভিডিওটা দেখা যাচ্ছে একটি দাঁতাল হাতি গ্রামবাসীদের বাড়ি ঢুকে একটি সাইকেল টেনে বার করেছে শুঁড়ে করে। এরপর তাকে আছড়ে,পাছড়ে ক্ষোভ প্রকাশ করছে। আর সেই ছবি ক্যামেরাবন্দি হয়েছে গ্রামবাসীদের। আর যার ফলে আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। যদিও হাতি নিয়ে সতর্ক রয়েছে বনদপ্তর।