Bjp yubo Morcha Bikkhov:পুলিশ সুপারের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগে আইন অমান্য BJP র!যদিও প্রভাব পড়লো না

Share

নিজস্ব প্রতিনিধি,মেদিনীপুর:

আইন অমান্য ও পুলিশ দপ্তর ঘেরা ও অভিযানে এসে শেষ পর্যন্ত পুলিশের আঁটোসাটো নিরাপত্তায় এলাকা ছাড়লো বিজেপি নেতাও কর্মীরা।বিজেপি নেতা দিলীপ ঘোষের মন্তব্য পুলিশের এই আঁটোসাটো নিরাপত্তা এবং গতকাল তাদের নেতাকর্মীদের ডেকে থানায় বসিয়ে রাখায় তাদের আইন অমান্য সফল হয়েছে। এই আন্দোলন আগামী দিনে আরও বড় হবে।

নির্ধারিত কর্মসূচি এবং ঘোষিত কর্মসূচি অনুযায়ী আইন অমান্যের ডাক দিয়েছিল রাজ্যের প্রধান বিরোধী বিজেপি।এদিন তাই বিজেপি যুব মোর্চার ডাকে আইন অমান্যে উপস্থিত হয়েছিলেন বিজেপির সর্বভারতীয় নেতা দিলীপ ঘোষ।এই আইন অমান্য ও পুলিশ সুপার দপ্তর ঘেরাও অভিযানের ডাক দেওয়া হয়েছিল মূলত জেলা পুলিশের বিরুদ্ধে একাধিক অভিযোগ ঘিরে।তাদের অভিযোগ ছিল পুলিশ সুপার তাদের কর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলায় ফাঁসিয়ে জেল খাটিয়েছে।সব জায়গায় ভয় দেখিয়ে তোলাবাজি করছে খোদ পুলিশ সুপার ধৃতিমান সরকার।তাই এইদিন ডাক দেওয়া হয়েছিল এই আইন অমান্য ও পুলিশ সুপার দপ্তর ঘেরাও অভিযান।যদিও এই অভিযান ঘিরে পুলিশের তৎপরতা ছিল চোখে পড়ার মতো।আগের দিন থেকেই গোটা পুলিশ বাংলো এবং পুলিশ সুপার দপ্তর এলাকায় ১৪৪ ধারা জারি করা হয় মহকুমা শাসকের পক্ষ থেকে।এরই সঙ্গে পুরো চত্বরে প্রায় ৬০ খানা সিসিটিভি ক্যামেরা দিয়ে মুড়ে ফেলা হয় নিশ্চিদ্র নিরাপত্তায়।

এরপরই এদিন সকাল থেকেই পুলিশ মোতায়েন করা হয় প্রায় হাজারখানেক।পুলিশের কনস্টেবল,কমব্যাট ফোর্স বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত পুলিশ এরই সঙ্গে হোমগার্ড এবং সিভিক কে এই কাজে লাগানো হয়।তাছাড়া বিভিন্ন সরকারি দপ্তরের ছাদে,বাড়িতে প্রহরায় দাঁড় করিয়ে দেওয়া হয় একাধিক পুলিশ কর্মীকে।ব্যবস্থা রাখা হয় মিছিলকে ভেস্তে দেওয়া জল কামান গাড়ি এবং বিভিন্ন রকম উন্নত প্রযুক্তি যানবাহন।গোটা এলাকায় আঁটোসাঁটো করে ফেলে পুলিশের আধিকারিকরা।তবে অন্যদিকে আইন অমান্য করতে এসে সেভাবে লোক যোগাড় করতে পারেনি বিজেপি। মিলিয়ে শ দুয়েক লোক নিয়ে অবশেষে আইন অমান্য করতে আসেন বিজেপির সর্বভারতীয় নেতা দিলীপ ঘোষ।যদিও পুলিশের সঙ্গে এক প্রস্থ ধস্তাধস্তির পরই এলাকা ছাড়েন বিজেপি নেতৃত্বরা।বিজেপির অভিযোগ পুলিশ এই আইন অমান্য কে বন্ধ করতে বিভিন্ন মোড়ে মোড়ে তাদের গাড়ি আটকে দিয়েছে।এছাড়া ব্লকে ব্লকে মানুষ যাতে না আসে তার জন্য গতকাল রাত থেকেই তাদের থানায় ডেকে বিভিন্ন ভুয়ো মামলায় গ্রেফতার করেছে।

এই নিয়ে বিজেপি সর্বভারতীয় নেতা দিলীপ ঘোষ বলেন পুলিশ যেভাবে হাজারে হাজারে পুলিশ মোতায়েন এবং নিরাপত্তা আঁটোসাটো করেছে তাতে তাদের আইন অমান্য সফল হয়েছে।গতকাল থেকে যেভাবে বিজেপি কর্মী নেতা এবং মন্ডল,বুথ সভাপতিদের থানায় বসিয়ে রেখে অ্যারেস্ট করেছে তাতে তীব্র নিন্দা জানাই এবং তাদের আইন অমান্য সফল।


Share

dnews.in