DM Janosanjog:সমস্যা সমাধানে আদিবাসী অধ্যুষিত বুড়িশোলে জেলাশাসক!আশ্বাস দিলেন সমস্যা সমাধানে

Share

নিজস্ব প্রতিনিধি,বুড়িশোল:

জঙ্গল অধ্যুষিত শালবনী ব্লকের আদিবাসী ও দারিদ্র্য অধ্যুষিত গ্রাম।বুধবার ‘সমস্যা সমাধান ও জনসংযোগ’ কর্মসূচির জন্য সেই বুড়িশোল গ্রামকেই বেছে নিয়েছিলেন জেলাশাসক খুরশিদ আলী কাদরী।বুধবার বেলা ১২টা নাগাদ আদিবাসী তথা লোধা শবর ও ভূমিজ অধ্যুষিত শালবনীর বুড়িশোল গ্রামে পৌঁছে শিক্ষা,স্বাস্থ্য, আর্থিক ও সামাজিক ভাবে পিছিয়ে থাকা এই গ্রামের বাসিন্দাদের নানা ‘সমস্যা’ সমাধানের বিষয়ে উদ্যোগী হন জেলাশাসক।তাঁর সঙ্গে ছিলেন অতিরিক্ত জেলাশাসক সুমন সৌরভ মহান্তি,BDO রোমান মণ্ডল,BMOH কৌশিক মাজি,পঞ্চায়েত সমিতির সভাপতি নেপাল সিংহ প্রমুখ।

এদিন মূলত বাসিন্দাদের আধার কার্ড ও স্বাস্থ্যসাথী কার্ডের সমস্যার বিষয়গুলি জেলাশাসকের সামনে উঠে আসে।গ্রামের বেশিরভাগ বাসিন্দাদের এখনো হয়নি আধার কার্ড।ফলে তাঁরা রেশন পাচ্ছেন না বলে অভিযোগ করেন।একইসঙ্গে,স্বাস্থ্যসাথী কার্ড না হওয়ায় চিকিৎসা ক্ষেত্রেও বঞ্চিত হচ্ছেন আর্থিক ও সামাজিকভাবে পিছিয়ে থাকা এই গ্রামের বাসিন্দারা। এদিকে,গ্রামের বেশিরভাগ শিশু থেকে বড়রাও ভুগছেন অপুষ্টিতে।তার উপরে খাদ্য ও স্বাস্থ্য পরিষেবা থেকে বঞ্চিত হওয়ায় চরম দুর্দশার মুখে গ্রামের অসহায় পরিবারগুলো।একই সঙ্গে পানীয় জল থেকে শুরু করে সরকারি প্রকল্পের বাড়ি থেকেও বঞ্চিত গ্রামের বেশিরভাগ পরিবারগুলি। তাঁরা এদিন জেলাশাসককে কাছে পেয়ে নিজেদের সমস্যার কথা তুলে ধরেন।এই সমস্ত বিষয়ে দ্রুত সমস্যা সমাধানের বিষয়ে আশ্বস্ত করেন জেলাশাসক।

খাদ্য আধিকারিক তথা ফুড ইন্সপেক্টরকে নির্দেশ দেন আধার কার্ড না থাকলেও যেন এই গ্রামের বাসিন্দারা রেশন থেকে বঞ্চিত না হন। স্বাস্থ্য পরিসেবার ক্ষেত্রেও তিনি ব্লক স্বাস্থ্য আধিকারিক বা BMOH-কে প্রয়োজনীয় নির্দেশ দেন।একই সঙ্গে দ্রুত এই সমস্যাগুলি মেটানোর বিষয়ে তিনি নির্দেশ দেন বিডিও রোমান মণ্ডলকেও।বেশ কিছু বাসিন্দার হাতে এদিন ভোটার কার্ড,রেশন কার্ড,জাতিগত শংসাপত্রও তুলে দেন জেলাশাসক খুরশিদ আলী কাদরী সহ জেলা ও ব্লক প্রশাসনের আধিকারিকরা।


Share

dnews.in