Suvendu Adhikari Help:”পুলিশে কিছুই করবে না,আমরা হাইকোর্টের দ্বারস্থ হবো”,মৃত বিজেপি কর্মী পরিবারের পাশে দাঁড়িয়ে মন্তব্য শুভেন্দুর

Share

নিজস্ব প্রতিনিধি,মেদিনীপুর:

মেদিনীপুর জেলার কর্নগড়ে মৃত বিজেপি সমর্থকদের বাড়ি এলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।তিনি আক্রান্ত পরিবারের পাশে থাকার আশ্বাস দেন এবং দু লক্ষ টাকা ক্ষতিপূরণ দেন।এরই পাশাপাশি তিনি বাড়ির লোককে আশ্বাস দিয়ে বলেন যদি এখানকার পুলিশ সাহায্য না করে,তাহলে আমরা হাইকোর্টের দ্বারস্থ হবো।

উল্লেখ্য গত মঙ্গলবার সকালে শালবনি থানার ১০ নং অঞ্চল কর্নগড় এলাকার মোহনপুরে একটি কালভার্ট এর তলায় স্থানীয় BJP কর্মী সমর্থক মিঠুন খামরুই এর রক্তাক্ত মৃতদেহ দেখতে পায় স্থানীয় মানুষেরা।এরপরই পুলিশে খবর দেওয়া হলে শালবনী থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠায়।যদিও মৃতের বাবা রাম খামরুই এর অভিযোগ,গত ২০২১ সালে প্রায় একমাস ঘরছাড়া ছিল মিঠুনের পরিবার।পুলিসের সহযোগিতায় বাড়ি ফিরলেই চলতো শাসক দলের হুমকি।তারপরেই মঙ্গলবার এই ঘটনা।এইদিন শুভেন্দু অধিকারী পরিবারের সঙ্গে দেখা করার পর সাংবাদিকদের মুখোমুখি হন পর তিনি বলেন তাদের কর্মী মিঠুন খামরই একনিষ্ঠ বিজেপি কর্মী ছিল। সে ২০১৮র পর থেকে ঘর ছাড়াও ছিল।তৃণমূল পরিকল্পনা মাফিক খুন করেছে।আমরা জানি এই জেলার পুলিশ ধৃতিমান সরকার বা কলকাতার বিনীত গোয়েল এরা কেউই কিছু করবে না।কারণ এদের প্ল্যান আমাদের জানা হয়ে গেছে।আমরা চাই দোষী তার উপযুক্ত শাস্তি পাক।

যদিও মৃত বিজেপি কর্মীর বাবা রাম খামরই বলেন এই ঘটনার পর থেকে আমরা আতঙ্কে রয়েছি।আগেও আতঙ্কেই ছিলাম।এর আগেও আমার ছেলেকে এরা বিভিন্ন কারণে মারধর করেছে এই শাসক দল তৃণমূল। আমাদের পুলিশের উপর কোন ভরসা নেই। যদিও তিনি বিরোধী দলনেতা প্রসঙ্গে বলেন আজ এসেছিল শুভেন্দু অধিকারী এবং সাহায্য করে গেছে।আমরা দোষির উপযুক্ত শাস্তি চাই এবং এর শেষ দেখতে চাই।


Share

dnews.in