নিজস্ব প্রতিনিধি,মেদিনীপুর:
BCCI-র উদ্যোগে শেষ হলো জেলা শহর মেদিনীপুরের শ্রী”টাটা আইপিএল ফ্যান পার্ক 2024″ যার জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিল CAB (Cricket Association of Bengal) এবং মেদিনীপুর জেলা ক্রীড়া সংস্থা (District SportsAssociation)।গত 23 সে মার্চ এবং 24 সে মার্চ মোট 4 টি ম্যাচ সরাসরি লাইভ সম্প্রচার করা হয় অরবিন্দ স্টেডিয়ামের আইপিএল ফ্যান পার্কে।জায়েন্ট স্ক্রীনে ক্রিকেট স্টেডিয়ামে বসেই সরাসরি খেলা দেখার আনন্দ উপভোগ করে শহরের মানুষ সহ জেলাবাসী।BCCI-র উদ্যোগে সম্পূর্ণ বিনামূল্যে”আইপিএল ফ্যান পার্কে”প্রবেশ করে ক্রিকেট অনুরাগীরা।
প্রসঙ্গত উল্লেখ্য গত 23 সে মার্চ দেড়টা থেকেই সর্বসাধারণের প্রবেশের জন্য স্টেডিয়াম খুলে দেওয়া হয়।সবুজ গালিচা পাতা স্টেডিয়ামে একসাথে বসে কয়েক হাজার দর্শক খেলা দেখে।এই পার্কে ছিল নানা ধরনের পানীয় স্টল ও ফুড স্টল।এছাড়াও,নানা ধরনের মজার মজার খেলার মাধ্যমে জার্সি জিতে নেওয়ার সুযোগ। বিশেষ উল্লেখ্য ছিল যে,প্রবেশের সময় সকল দর্শককের হাতে ম্যাচের যেকোনও একটি টিমের পতাকা এবং একটি রিস্ট ব্যান্ড দেওয়া হয়।পুরো অনুষ্ঠানের তত্বাবধান করেন BCCI-র আইপিএল কমিটির ম্যানেজার সত্যপাল নিকাডে।এসেছিলেন অভিষেক ডালমিয়া।এছাড়াও সহযোগিতায় ছিলেন মেদিনীপুর জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সঞ্জিত তোরই, সদস্য উদয় রঞ্জন পাল প্রমুখ।