শুধু সাজা দিয়ে ঠান্ডা করা যাবে না,বিজেপির গোষ্ঠী দ্বন্দ্ব থামাতে কর্মীদের সঙ্গে কথা বলা উচিত! দলের সমালোচনা দিলিপের

Share

নিজস্ব প্রতিনিধি,মেদিনীপুর :

লোকসভার আগে গোষ্ঠী দ্বন্দ্ব নিয়ে শাসকদলের মত জেরবার বিজেপির মধ্যে।শুধু জেলা বা ব্লকে না রাজ্যস্তরেও চলছে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব। প্রায় জায়গায় বিজেপি সাংগঠনিক নেতৃত্বের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিচ্ছেন দলের কর্মী সমর্থকরা। বৈঠক করতে গিয়ে বারে বারে ঘুরে আসতে হচ্ছে নেতৃত্বদের। বৈঠক করতে সমস্যায় পড়ছেন তারা।

এই সমস্যা নিয়ে দিলীপ ঘোষ কে জিজ্ঞেস করা হলে তিনি বলেন ক্ষোভ বিক্ষোভ কর্মীদের মধ্যে এসেছে মানে কোথাও একটা সমস্যা হয়েছে।সেটা কথা বলে সমস্যা সমাধান করা উচিত।তিনি এও বলেন শুধু সাজা দিয়েই এই বিক্ষোভ কমানো যাবে না।তবে যদি কখনো ক্ষোভ বিক্ষোভ এক্সট্রিম পর্যায়ে চলে যায় তখন অবশ্যই দল তারা দল মত ব্যবস্থা নেবে।তবে কর্মীদের সঙ্গে কথা বলা উচিত বলে মনে করি।


Share

dnews.in