কুখ্যাত ইংরেজদের সান্ধ্য আইনও সেনা কর বন্ধে চালু হওয়া বিপ্লবীদের পুজো এ বছর 89 তম!কোথায় দেখুন

Share

নিজস্ব প্রতিনিধি, মেদিনীপুর :

একসময় ইংরেজ ICS পি.জি গ্রিফিথের কুখ্যাত নীতি সান্ধ্য আইন এবং তৎকালীন সেনা কর বন্ধ করতে বিপ্লবীরা একজোট হওয়ার জন্য উদ্যোগ নিয়ে শুরু হয়েছিল দুর্গাপুজো।সেই দুর্গাপূজো আজও স্বমহিমায় কর্নেল গোলা আদি সর্বজনীন দুর্গোৎসব সমিতির।৮৯ তম বর্ষে আজও মা সাজেন মাটির গহনা,মাটির শাড়িতে।

পুজোর সম্পাদক তীর্থঙ্কর ভকত বলেন বিপ্লবীদের দ্বারা পরিচালিত পুজো আজও সব মহিমায় পূজিত হন মা দুর্গা। এখন বিপ্লবীরা একসাথে হওয়ার জন্যই পুজো সূচনা করেছিল এখন আমরা জেলার মানুষ একসাথে হওয়ার জন্যই পূজো চালিয়ে যাচ্ছি। তবে তখন থেকে এখন পর্যন্ত কৃত্রিম কোন ধরনের অলংকারে মাকে সাজানো হয় না সবকিছু তৈরি করা হয় মাটির। আর যা দেখতে ভিড় জমান শহর জেলা ও রাজ্যের বহু মানুষজন।


Share

dnews.in