নিজস্ব প্রতিনিধি,মেদিনীপুর :
মেদিনীপুর পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড কমিটির উদ্যোগে শারদীয়া উপলক্ষে প্রতিবছরের মতো এ বছরও এলাকার প্রায় ৮০০ জন মায়েদের হাতে বস্ত্র প্রদান করা হলো।এই অনুষ্ঠানে এইদিন উপস্থিত ছিলেন ওয়ার্ড কমিটির সভাপতি তথা কাউন্সিলর সৌরভ বসু,ওয়ার্ড কমিটির সম্পাদক মুরালি মোহন মান্না,বিশিষ্ট সমাজসেবী আনন্দ গোপাল মাইতি, কাজরী বসু,শিবপ্রসাদ ভূঁইয়া,জ্ঞানেন্দ্রনাথ ভূঁইয়া,অনুপ সাউ,সুতনু দাস,বিশ্বজিৎ মুখার্জি প্রমুখ।
মূলত প্রতিবছর এই পূজোর প্রাক্কালে এই নতুন বস্ত্র তুলে দেওয়া হয় মহিলাদের হাতে।এ বছরও একই কর্মসূচি নেওয়া হয়েছিল।নতুন বস্ত্র পেয়ে খুশির ছোঁয়া ওয়ার্ডের মায়েদের। আর কয়েকদিন পরই পূজোয় আনন্দে মেতে উঠবে গোটা জেলা সহ রাজ্যের মানুষজন।